#Pravati Sangbad Digital Desk:
বর্তমানে ইউক্রেনের জনজাতির দুর্দশার জন্য কার্যত ইউক্রেনকে দায়ী করল পুতিন। রাশিয়ার দাবি নিরাপদ করিডোরই দিয়েছিল যাতে সাধারণ মানুষ যুদ্ধ করে বেঁচে থাকতে পারে। এইদিকে রাশিয়া ইউক্রেনের ক্রমবর্ধমান যুদ্ধের মাঝেই বহু ভারতীয় আটকে আছে ইউক্রেনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দেশের মানুষদের ফিরিয়ে আনতে শুরু করেছে "অপারেশন গঙ্গা"। কারণ বহু ভারতীয় আটকে আছে ইউক্রেনে। কিছু জন হয়তো দেশে ফিরতে পেরেছে কিছু আটকে আছে সুদূরেই। প্রচুর ভারতীয় ছাত্র-ছাত্রী প্রতিবছর ইউক্রেনে ডাক্তারি পড়ার জন্য যায়। কারণ সেখানে ডাক্তারি পড়ার রাস্তা অনেক সহজ এছাড়া পড়াশোনা এবং জীবনযাপনের জন্য অর্থ লাগে খুব কম। যুদ্ধচলাকালীন আমরা দেখতে পেয়েছি বহু ভারতীয় ছাত্র এরই মধ্যে আমাদের বঙ্গের ছাত্রও সরকারের কাছে বারংবার অনুরোধ করেছে বার্তা পাঠিয়েছে যাদের তাদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়াও দেখা গেছে বহু অভিভাবক হয় মাখানো অনুরোধের সুরে তাদের ছেলেমেয়েদের তাদের কাছে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছে।
এই সব কিছুর মাঝেই বিস্ফোরক দাবি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন ইউক্রেনে তিন হাজারের বেশি ভারতীয় ছাত্রদের কার্যত বন্দি করে রাখা হয়েছে। এছাড়াও তিনি বলেন ইউক্রেন বিদেশিদের সরিয়ে নিতে অনেক দেরি করছে যাতে তাদের ঝুঁকির সম্ভাবনা বাড়ছে। সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী নিরাপত্তা পরিষদের বৈঠকের পর পুতিন একথা বলেন। অপরদিকে এই খবর সামনে আসতে ভারত সরকার খারকিভে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে কাদের কাদের বলা হয় অবিলম্বে খারকিভ ছেড়ে চলে যাওয়ার পর। পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়ারা পূর্ব ইউক্রেন থেকে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছে যাতে যুদ্ধের আঁচ থেকে রক্ষা পাওয়া যায়। বুধবার খারকিভে পরিস্থিতি আরো ভয়ানক হতে থাকলে ভারতীয়দের অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে বলা হয় এবং প্রয়োজন হলে তাদের পায়ে হেটেই যতটা সম্ভব দূরে যাওয়ার পরামর্শ দেয়া হয়। তবে বন্দী করে রাখার দাবি কার্যত উড়িয়ে দেয় বিদেশমন্ত্রক অরিন্দম বাগচি। তাকে প্রশ্ন করা হলে তিনি জানান এ ব্যাপারে তাঁর কাছে কোন তথ্যই নেই। এছাড়াও তিনি বলেন ভারত ইউক্রেন এবং রাশিয়ার সাথে যোগাযোগ রেখে চলেছে। বরং তিনি এটি বলেন ইউক্রেন নিজেরা সমস্যার মধ্যে থেকেও ভারতীয় পড়ুয়াদের নিরাপদে থাকার সুযোগ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের দাবি অনুযায়ী এখনো পর্যন্ত ১৮হাজার ভারতীয় পড়ুয়াকে সেখান থেকে ছাড়া হয়েছে। এছাড়াও এটি সাহায্য করেছে ইউক্রেনের প্রতিবেশীরা তাদেরকেও ধন্যবাদ জানিয়েছে বিদেশমন্ত্রক।