Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

১৮ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ একাউন্ট নিষিদ্ধ সমস্যার সম্মুখীন হতে পারেন আপনিও

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

গত জানুয়ারি মাসে গ্রিভান্স কম্প্লায়েন্সের এক রিপোর্ট থেকেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গেছে যে, হোয়াটসঅ্যাপ প্রায় ১৮ লক্ষ অ্যাকাউন্ট ব্যান্ড করে দিয়েছে। বারংবার সাবধান বাণী দেওয়ার পরও সচেতন নয় ইউজাররা, ফলে কঠোর পদক্ষেপ নিতে হল হোয়াটসঅ্যাপ সংস্থাকেই। যারা নিজের অপব্যবহার অথবা অবাঞ্ছিত কুরুচিকর মেসেজ আদান প্রদানের জন্য বা প্লাটফর্মটিকে অপব্যবহারের জন্য প্রায় ২৪টি একাউন্টের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। এছাড়াও ১৩৫টি একাউন্ট সাপোর্ট সম্পর্কিত রিপোর্ট এবং এর সাথে অন্যান্য সম্পর্কিত রিপোর্ট অনুযায়ী ৩০টি, প্রোডাক্ট সাপোর্ট সম্পর্কিত রিপোর্ট ৩৩টি এবং ১২টি সেফটি রিকোয়েস্ট এই তালিকায় আছে। এর আগেও ফেসবুকের পক্ষ এরকম প্ল্যাটফর্মের অবাঞ্ছিত ব্যবহারের জন্য প্রায় ১.৮ মিলিয়নেরও বেশি একাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্র থেকে নতুন তথ্য প্রযুক্তি আইন ঘোষণা করেছে এবং তাতে বলা হয়েছে এইরকম ব্যবহারকারী গ্রাহক রয়েছে ৫০ লক্ষের বেশি যার প্রতিমাসে কমপ্লায়েন্স রিপোর্ট পেশ করা বাধ্যতামূলক। এর সাথে কতগুলো অভিযোগ জমা পড়ছে এবং তাদের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তার হিসাব রাখতে হবে। এরপর থেকেই এই জাতীয় রিপোর্ট প্রকাশ ও যথাযথ ব্যবস্থা নেওয়া শুরু করেছে হোয়াটসঅ্যাপ এবং অবৈধ ক্রিয়া-কলাপ বন্ধের চেষ্টা হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরে করে আসছে।

হোয়াটসঅ্যাপকে এতদিন পর্যন্ত আমরা পার্সোনাল অ্যাপস হিসেবে ব্যবহার করতাম। ফিভার সেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও আড়িপাতা শুরু হল অর্থাৎ নিজস্ব ভেবে যাবতীয় যা কুরুচিকর বার্তা আদান-প্রদান হতো তা বন্ধ করা বর্তমানে বাধ্যতামূলক। এই ব্যাপারে ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফর্ম জানায়, ব্যবহারকারীরা সমস্ত রকম ক্ষতিকারক আচরণ রোধ করতে নিজস্ব টুল এবং রিসোর্স ব্যবহার করে সেখান থেকে সেই সব একাউন্ট গুলোকে শনাক্ত করে নিষিদ্ধ করে। মেসেজিং চলাকালীন নেগেটিভ ফিডব্যাক রেসপন্স দেয়ার সময় অথবা একাউন্ট রেজিস্ট্রেশনের সময় উল্লেখিত টুলগুলি ব্যবহারকারীদের যাবতীয় ক্ষতিকারক ক্রিয়া-কলাপ চিহ্নিত করে। এর ফলে ব্যবহারকারীদের কোনোরকম কুরুচিকর ক্রিয়া-কলাপ কোনোভাবেই বরদাশ্ত করা হবে না তা স্পষ্ট। ইনস্ট্যান্ট মেসেজিং এর মূল লক্ষ্য হল ব্যবহারকারীদের অত্যন্ত সহজ সাবলীল এবং নিরাপদ অভিজ্ঞতা প্রদান করা, জানিয়েছে প্লাটফর্মটি। ঐশ্বর্য কোনো ব্যবহারকারী যদি উপরিউক্ত কোনো রকম  কার্যকলাপ করে তাহলে সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট ব্যান করে দেয়া হবে। যতদিন যাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আরো কঠোর হয়ে উঠবে বলে ধারণা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News