#Pravati Sangbad Desk :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবার ফুটবল বিশ্বে। প্রথমে ফিফা ও উয়েফা রাশিয়াকে বিশ্বকাপে বহিস্কার করার পর এবার ক্লাব ফুটবলেও নেমে এল তার ছায়া। নিজের ১৯ বছরের তিল তিল করে গড়ে তোলা আবেগ ও ভালোবাসাকে বিক্রি করতে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির মালিক রোমান আব্রাহামোভিচ। একপ্রকার বাধ্য হয়েই নিজের ক্লাব বিক্রির মত একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।
বুধবার রাতে চেলসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আব্রাহামোভিচ জানান, অনেকটা বাধ্য হয়েই এমন পথে হাঁটছেন তিনি। এই সিদ্ধান্ত নিতে তাকে কঠিন মানসিক পরিস্থিতিও পার করতে হয়েছে। চেলসির টুইটার হ্যান্ডেলে আব্রাভোমিচের বিবৃতি উদ্ধৃত করে লেখা হয়েছে, "আমার চেলসির মালিকানা নিয়ে বিগত কয়েকদিন ধরে প্রচারমাধ্যমে তুমুল জল্পনা চলছে। আমি আগেও বলেছি যে, চেলসির স্বার্থেই সবসময় হৃদয় থেকে সিদ্ধান্ত নিয়েছি। যা ক্লাবের জন্য সবচেয়ে ভালো হবে। সাম্প্রতিক পরিস্থিতিতে ক্লাব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমি। এই সিদ্ধান্ত ক্লাব, ফ্যান, কর্মচারী এমনকী ক্লাবের স্পনসর ও পার্টনারদের জন্য ভাল হবে। তবে কোনও দ্রুততায় নয়, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই চলব। আমি কোনও ঋণও চাইব না পরে শোধ করে দেব বলে। চেলসি আমার কাছে ব্যবসা ছিল না, টাকার জন্য করিনি কিছু। ফুটবল এবং ক্লাবের প্রতি আবেগ থেকেই সব করেছি। আমার দলকে নির্দেশ দিয়েছি একটি দাতব্য সংস্থা গঠন করার জন্য। যেখানে ক্লাব বিক্রির এবং দানের সমস্ত বিষয় থাকবে। এই ফাউন্ডেশনে ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্তদের সাহায্যে কাজ করবে। এই তহবিলের টাকা আপতকালীন ভিত্তিতে এবং দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় ব্যবহার হবে"।
তবে তার এই বিবৃতি মুগ্ধ করেছে বিশ্ববাসীকে, স্পষ্টত পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার গুজব উড়িয়ে দেওয়ার পাশাপাশি, যেখানে তার দেশ রাশিয়া যেখানে মুহুর্মুহু আক্রমণ হানছে ইউক্রেনের ওপর, সেখানে দাঁড়িয়ে ইউক্রেনে যুদ্ধ বিধ্বস্তদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৩ সালে চেলসি ফুটবল ক্লাবটি কেনেন রোমান আব্রামোভিচ। সেই সময় প্রায় দেড় হাজার কোটি টাকায় ক্লাবটি কিনেছিলেন তিনি। এই ১৯ বছরে পাঁচ বার প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জিতেছে চেলসি, দু’বার চ্যাম্পিন্স লিগ জিতেছে। ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছে চেলসি। তাঁর আমলে মোট ১৯ টি ট্রফি জিতেছে চেলসি।