#Pravati Sangbad Digital Desk:
অনন্যা চট্টোপাধ্যায়, এই নাম টা শুনলে প্রথমেই মাথায় আসে জি বাংলা খ্যাত সুবর্ণলতার কথা। এছাড়াও অনন্যা চট্টোপাধ্যায় এমন একজন বাংলা সিনেমার অভিনেত্রী যিনি "আবহমান" ছবিতে অভিনয় করে জয় করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনন্যা চট্টোপাধ্যায় অভিনয় যাত্রা শুরু হয় টেলিভিশন দিয়ে। এছাড়াও তিনি বহু সিরিয়াল, সিনেমাতে অভিনয় করেন। যদিও অভিনয় সম্পর্কিত কোনো ব্যাপারে তার প্রতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, কিন্তু তিনি তার অভিনয়ের মাধ্যমে মন জয় করে নেন বহু অনুরাগীর। বড়ো বড়ো পরিচালক তথা অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ, অগ্নিদেব চট্টোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, মৈনাক ভৌমিক এর মতো মানুষদের সাথে কাজ করে তিনি অভিনয়ের আরো কাছে চলে আসেন । ২০১০ সালে ঋতুপর্ণ ঘোষের কাছ থেকে সেরা অভিনেত্রীর তকমা পান এই অজ্ঞাতনামা বাঙালী অভিনেত্রী। তবে শোনা যায় বুদ্ধদেব দাশগুপ্তর "টোপ" ছবিতে অভিনয় করার পরই কোথায় যেনো হারিয়ে যান সকলের প্রিয় অনন্যা। কিন্তু দীর্ঘ ৬ বছর পর তার দূরত্বের অবসান ঘটলো। আবারও তাকে দেখা যাবে টেলিভিশন এর পর্দায়।
মানিক বন্দ্যোপাধ্যায় এর " পুতুল নাচের ইতিকথা"র মধ্য দিয়ে আবার ফিরতে চলেছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই শান্তিনিকেতনের এক বাংলোয় শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। টেলিভিশন এর পর্দায় আবারও জুটি হিসেবে দেখা যাবে আবীর- অনন্যাকে। যদিও আবিরের সঙ্গে এটা তার প্রথম অভিনয় নয়। এর আগেও তিনি জুটি বেঁধেছেন আবিরের সাথে। এই ছবিতে মুখ্য চরিত্র "সেন দিদি" র চরিত্রে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়কে। ক্যামেরার সামনে ৬ বছর পর এসে, আবার অভিনয় করতে পেরে ভীষণ খুশি অভিনেত্রী এবং এই কথা তিনি ভাগ করে নিয়েছেন তার অনুরাগীদের সঙ্গে। ৬ বছর পরও একটা শট এই ওকে হয়ে যায় সবকিছু। যদিও তার দাপুটে অভিনয়ের কাছে ৬ টা বছর সংখ্যাই মাত্র। শুধু এবার "সেন দিদি" চরিত্রে তিনি তার অনুরাগীদের মন কতটা জয় করবেন সেটাই দেখার।