Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

এবার মাধ্যমিক পরীক্ষায় ইন্টারনেট এবং মোবাইলে বিশেষ নজরদারি নির্দেশ নবান্নের

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

মার্চের ৭ তারিখ থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। পঠন-পাঠন বেশ কিছুটা সময় ধরে অনলাইনে হলেও পরীক্ষা হবে অফলাইনে। ৮ই মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১৬ই মার্চ পর্যন্ত। করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকায় এইবার অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এডমিট কার্ড দিয়ে দেয়া হয়েছে পড়ুয়াদের। তবে দীর্ঘ সময় ধরে ঘরে বসে অনলাইনে পঠন-পাঠনের কারণেই থেকে যাচ্ছে অনিয়মের আশঙ্কা। এছাড়াও মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস তো খুব সাধারণ এক ঘটনা। যদিও গত বছর করোনা পরিস্থিতিতে পরীক্ষা হয়েছিল অনলাইনে। এর আগে বহুবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলেই আশঙ্কা আরো তীব্র হচ্ছে। তাই বাড়তি সতর্কতার নির্দেশ আগে থেকেই দিয়েছে নবান্ন। বিশেষভাবে গোয়েন্দা রিপোর্ট থেকে বলা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে ইন্টারনেটের উপর বিশেষভাবে নজরদারি রাখা দরকার কারণ ঐদিনগুলোতেই ইন্টারনেটে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বেআইনি কাজ করা হতে পারে বলে আশঙ্কা। এর আগেও বহুবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল। এইবার বিশেষভাবে নিরাপত্তা নেওয়া হচ্ছে। উন্নত ইন্টারনেট পরিষেবা যুক্ত জায়গাগুলি ছাড়াও যে সমস্ত স্থানেই ইন্টারনেটের সার্ভার ঠিকমতো পাওয়া যায় না সেখানেও একই ব্যবস্থা অবলম্বন করা হবে। প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে বিশেষভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবস্থা করা হচ্ছে পরীক্ষার কেন্দ্র গুলোতে। এছাড়াও পরীক্ষার দিনগুলোতে সকাল ১১টা থেকে দুপুর ২:৪৫মি. পর্যন্ত ইন্টারনেটে বিশেষ নজরদারি রাখবে বলে জানিয়েছে সাইবার বিশেষজ্ঞ দল।

নবান্নের পক্ষ থেকে পরীক্ষার আগে এই বিশেষ নিরাপত্তা নিয়ে এক বৈঠক হয় সেখানেই প্রথমে ঠিক হয়েছিল যে পরীক্ষার দিনগুলোতে প্রশ্নপত্র ফাঁসের যে আশঙ্কা থাকে তাতে হোয়াটসঅ্যাপ প্রধান মাধ্যম তাই হোয়াটসঅ্যাপ বন্ধ রাখা হবে। কিন্তু হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত লক্ষাধিক মানুষ যাদের বেশির ভাগটাই বর্তমানে অনলাইন ক্রিয়া-কলাপের জন্য হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল ফলে হোয়াটসঅ্যাপ বন্ধ রাখলে তা পরোক্ষভাবে প্রভাব ফেলবে সাধারণ মানুষের ওপর। তবেই করোনা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় অফলাইনে পরীক্ষা হলেও পড়ুয়াদের স্বাস্থ্যসচেতনতায় কথা ভেবে হোম সেন্টারেই হবে পরীক্ষা। ডিসটেন্স মেনটেন করে বসানো হবে পড়ুয়াদের এছাড়াও যাবতীয় করোনা বিধি অবলম্বন করা হবে পরীক্ষা কেন্দ্র গুলোতে। পড়ুয়াদের মাস্ক-স্যানিটাইজার নিয়ে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে একজনের পেন পেন্সিল বা যাবতীয় জিনিস অন্য কেউ ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে। ফলে অফলাইনে পরীক্ষা হলেও পড়ুয়াদের যাবতীয় বিধি নিষেধ পালন করানো হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News