Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

সব জটিলতা কাটিয়ে শেষমেষ বিজেপিতেই মুকুল রায় !

banner

journalist Name : Sayantika Biswas

#Pravati Sangbad Digital Desk :

সম্প্রতি মুকুল রায়কে নিয়ে শোরগোল পরে গিয়েছে পশ্চিবঙ্গে। তিনি যে বিজেপিতেই আছেন সেটা প্রকাশ্যে বলেও ছিলেন বিধানসভার স্পিকার। কিন্তু স্পিকারের সেই বক্তব্যকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলো গেরুয়া শিবির। শোনা গিয়েছিল, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন করা হয়েছিল বিজেপির তরফ থেকে কিন্তু দুর্ভাগ্যক্রমে সুপ্রিম কোর্ট সেই আবেদনে কর্ণপাত না করেই হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।
গত বিধানসভা নির্বাচনে কৃষনগর উত্তরে গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিজয়ী হয়েছিলেন মুকুল রায়। কিন্তু তারপরেই হঠাৎ করেই দল বদল করেন মুকুল রায়। ফের ফিরে আসেন নিজের আগের ঠিকানায় অর্থাৎ তৃনামূলের ঘরে। তৃনামূলের ঘরে মুকুল রায় ফিরে এলো তার গলায় ছিল অন্যরকম সুর। মাঝে মধ্যেই বিজেপির পক্ষ টেনে বেফাঁস কথা বলে ফেলেছিলেন, তো আবার কখনো তৃনামূলের সাফাই দিচ্ছিলেন। 

প্রশ্ন তখন উঠেছিল বিজেপি ছেড়ে বেরিয়ে এলেও সত্যি কি মুকুল তৃণমূল দলেরই হয়ে উঠতে পেরেছেন নাকি এখনো বিজেপির রং গায়ে আছে?
সম্প্রতি বিধানসভার অধ্যক্ষ তাঁর রায় জানিয়ে দেন বিজেপিতেই আছেন মুকুল রায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “দলত্যাগ বিরোধী আইনের আওতায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে আবেদন করা হয়েছে, তার সপক্ষে যথেষ্ট প্রমাণ ছিল না। তা নজরে রেখেই ওই আবেদন খারিজ করা হল। মুকুল রায় বর্তমানে বিজেপি-তেই আছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।’’

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News