Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

১০২ নট আউট

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে গত রবিবার অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে ১০৮ পৌরসভার নির্বাচন আর আজ ছিল ফল প্রকাশের দিন। রাজ্যের পৌরসভা নির্বাচনে ক্লাসের প্রথম শিক্ষার্থীর জায়গা করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কোলকাতা পৌরসভার নির্বাচন ডিসেম্বরেই সম্পন্ন হয়েছে, তাতেও ঝড় তুলেছে ঘাস ফুল শিবির, গত ১২ই ফেব্রুয়ারি শেষ হয়েছে রাজ্যের চার পুরো নিগমের ভোট পর্ব তাতেও একই ফল, আর আজ ২শরা মার্চ রাজ্যের বাকি ১০৮ পৌরসভাই ভোটের ফল প্রকাশ হয়েছে। সকাল থেকে দুপুর রাজ্যের আকাশে সবুজ মেঘ। রাজ্যের ১০৮ পৌরসভার মধ্যে ১০২ পৌরসভাই জয়ী তৃণমূল কংগ্রেস। কার্যত তৃণমূল কংগ্রেসের সমর্থক থেকে শুরু করে প্রার্থীরা সকলেই মেতেছেন আনন্দে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বামের ভোট রামে গিয়েছিলো বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ, কিন্তু এই পৌরসভা নির্বাচনে আগের থেকে ভালো ফল করেছে সিপিএম। ফলে বলাই যায় বামের ভোট আবার বামে ফিরে এসেছে। তাহেরপুর পৌরসভা পুরোপুরি সিপিএমের দখলে।

রাজ্যে পৌরসভা মূলত গেরুয়া শুন্য। শুধু তাই নয়, বহরমপুর পৌরসভাই খাস অধীর রঞ্জন চৌধুরীর গড়ে প্রায় কয়েক দশক পরে জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তবে শ্রীরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আগামী ৪ঠা মার্চ ফের নির্বাচন হবে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে, তার কারণ হিসাবে জানা গিয়েছে ইভিএম মেশিন বিকল হওয়ার কারনে ভোট গণনা সম্ভব হয়ে ওঠেনি।
এক নজরে দেখে নেওয়া যাক পৌরসভার হালহাকিকত, বীরভূমের ৪টি পৌরসভার মধ্যে ৪টি তেই জয়ী তৃণমূল, কৃষ্ণনগর পৌরসভাই জয়ী তৃণমূল, উত্তর দমদম পৌরসভাই জয়ী তৃণমূল, বসিরহাট পৌরসভা তৃণমূলের দখলে, পূর্ব বর্ধমান পৌরসভাই জয়ী তৃণমূল কংগ্রেস, মেদিনীপুর পৌরসভাই জয়ী তৃণমূল, বাঁকুড়া পৌরসভাই জয়ী তৃণমূল কংগ্রেস, উত্তর থেকে দক্ষিণ সব মিলিয়ে রাজ্যের ১০৮ পৌরসভার মধ্যে ১০২ পৌরসভা তৃণমূলের দখলে।   

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News