Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আবারো রাজনীতিতে ফিরে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী সুমিত্রা বিশ্বাস

banner

journalist Name : Tamojoy Shrimany

#Exclusive Candid Interview:

এই বছর বরানগর পৌরসভা ভোটে ৩২ নম্বর ওয়ার্ড থেকে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনীত প্রার্থী হলেন শ্রীমতী সুমিত্রা বিশ্বাস। সমস্ত পৌরসভার ভোটে চারিদিকে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার শোনা যাচ্ছে, আগামী ২৭শে ফেব্রুয়ারি বরানগর পৌরসভা ভোটের আগেও ব্যস্ততার মাঝে পাওয়া গেল সুমিত্রা বিশ্বাসকে এবং জানা গেল তাঁর সম্পর্কে কিছু কথা। 
এই পৌরসভা ভোটে তিনি প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন সেই নিয়ে তার অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রথমবারের জন্য প্রার্থী হিসেবে মনোনীত হয়ে  খুবই ভালো লাগছে, দল আমাকে যোগ্য হিসেবে চিহ্নিত করেছে বলে আমি এই সুযোগটি পেয়েছি।"
তারপর ওনার শিক্ষার্থী ও রাজনীতি জীবন নিয়ে অজানা কিছু কথা জানা গেলো, তিনি ১৯৯৭/৯৮ সালে বঙ্গবাসী কলেজে পড়াকালীন তখন তিনি ছাত্র পরিষদ এর সাথে যোগ দিয়েছিলেন, তারপর ২০০২ সালের পর থেকে  তিনি রাজনীতি জীবন থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন।

তারপর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর তাঁর তৈরি অনেক প্রকল্প যেমন সবুজ সাথী, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পের পর, নিত্তনৈমিত্তিক দিনে জনসাধারণের পাশে থাকা এবং আম্ফান ও কোভিড -১৯  এর জন্য মোকাবিলা করেছেন তার দরুণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতি আকর্ষিত হন। তার পাশাপাশি রাজনীতি জগতে আবার ফিরে আসেন। তার পথপ্রদর্শক হিসেবে তিনি চিহ্নিত করেছেন বিধায়ক তাপস রায় মহাশয়কে।
তিনি এই পুরো ভোটে জয়লাভ করলে তিনি কি কি উন্নয়নের দিকে নজর দেবেন তা নিয়ে তিনি বলেন, "এই ওয়ার্ডের পূর্ববর্তী কাউন্সিলর মিতালী দাস যিনি প্রায় ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন, তিনি এই ওয়ার্ডের উন্নয়নের কাজ করলেও এখনো কিছু কিছু কাজ বাকি আছে, যেমন জলের সমস্যা, জঞ্জাল পরিষ্কার থেকে শুরু করে রাস্তাঘাট আলোয় আলোকিত করা ইত্যাদি সমস্যাগুলো সমাধান করলেই বেশিরভাগ কাজটি সহজ হয়ে যাবে।"

বিরোধীপক্ষের সাথে তিনি কীভাবে রাজনৈতিক মোকাবিলা করবেন তার সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, "অন্য সময় তাদের কখনোই দেখা পাওয়া যায় না, আমার মনে হয় আমাদের তৃণমূল কংগ্রেস দলের কর্মীরাই রাস্তায় থেকে জনসাধারণের সমস্ত সমস্যার সমাধান করেন ও সবসময় তাদের পাশে থাকেন, তার ফলে স্বভাবতই তৃণমূল কংগ্রেসের জয় ঘটবে।"
আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে বরানগর পৌরসভার ভোট, এবার শুধু সময়ের অপেক্ষা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News