Flash News
Monday, September 22, 2025

কে বসতে চলেছে বিধাননগরের মেয়র আসনে ?

banner

journalist Name : Sayantika Biswas

#Pravati Sangbad Digital Desk:

গত সোমবার ১৪ই ফেব্রুয়ারি ২০২২ য়ে, রাজ্যের ৪পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। প্রত্যেকবারের মতোই এবারেও চারিদিকে  শুধু সবুজেরই ঝড় উঠতে দেখা গেল। চারিদিকে তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনি দিচ্ছে সবুজ আবিরে ঢাকা জনমানব। ফল প্রকাশ হতে না হতেই দলের কর্মী থেকে শুরু করে জয়ী প্রার্থী এবং সাধারণ মানুষ সকলেরই একটাই প্রশ্ন এবার কে বসতে চলেছে ওই মেয়রের আসনে?
বিধাননগর পৌরসভাতে বিপুলভোটে জয়ী হয়েছেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবং বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। দুজনের মধ্যেই এখন মেয়র হওয়ার কিছুটা লড়াই চলছে বললেই চলে, কারণ তারা দুজনেই একেবারে মাননীয়া মুখ্যমন্ত্রীর বহুপুরোনো কাছের মানুষ। কিন্তু মাঝে গত বছরের বিধানসভার নির্বাচনে সব্যসাচী দত্ত অবশ্য তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, এবং সেই সময় নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। সেই সময় বিধাননগর এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং সব্যসাচী দত্ত ছিলেন একে অন্যের প্রতিদ্বন্দ্বী। কোনো সন্দেহ ছাড়াই সুজিত বসু সব্যসাচী দত্তকে রীতিমতো হারিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন। 
এবারের পুর নিগমের ফল ঘোষণা হওয়ার পর সব্যসাচীর জয়ের খবর শুনে বিধায়ক সুজিত বসু বললেন, "তৃণমূলের প্রতীকী শেষ কথা বলে। এর জন্য আলাদা কিছুর প্রয়োজন পড়ে না।" সুজিত বসুর কথার পাল্টা জবাব দিলেন সব্যসাচী দত্ত, "আমি ব্যক্তিগত ভাবে কোনো ব্যক্তির কাছে হারিনি। আমি দিকভ্রান্ত হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমার মাথার ওপর ছিল না এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি লড়তে পারিনি  তাই আমি হেরেছিলাম সেটা আমি অকপটে স্বীকার করছি, এতে আমার কোনো দ্বিধা নেই।"

বিপুলজয়ের পর সব্যসাচী দত্তকে পরবর্তী মেয়র সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিন্দুমাত্র সংকোচবোধ না করেই বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ই  সব। তিনিই হবেন বিধাননগরের মেয়র। মেয়রের চেয়ারে যেই বসুন না কেন, তিনি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার। মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন, চেয়ারে বসা ব্যক্তি সেই কাজ করবেন।"
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই বিষয়ে তেমন কিছুই জানাননি। তবে কৃষ্ণা চক্রবর্তী আগেভাগেই জানিয়েছেন, নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে প্রস্তুত তিনি। তার পরিপ্রেক্ষিতে কৃষ্ণাদেবীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওর তো আমার বাড়ি থেকেই প্রেম, তারপর বিয়ে। ও খুব ভাল মেয়ে। আমার খুব কাছের। আমার নিজের মেয়ের মতো ওকে আমি ভালোবাসি।"
সব শেষে এটাই দেখার অপেক্ষা রইলো কে বসে মেয়র আসনে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News