Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বলিউডের ‘গ্রীক গড’ এবার সত্যি গড হয়ে দেখালেন

banner

journalist Name : Nabanita Maity

#Pravati Sangbad Digital Desk:

বলিউডের গ্রীক গড বলতে আমরা এক ডাকে হৃতিক রোশনকেই চিনে থাকি, এবার উনি রিল লাইফে  হিরো না হয়ে রিয়েল লাইফে একজনের গড বা হিরো হয়ে উঠলেন, কিভাবে? হৃতিক রোশন এক বিরল রক্তের গ্রুপের অধিকারী ‘বি নেগেটিভ’ রেয়ার ব্লাড গ্রুপের অধিকারী হলেন হৃত্বিক রোশন। উনি সম্প্রতি এক বেসরকারি হাসপাতালে নিজের রক্ত দান করেন। ‘ওয়াল্ড আ্যক্ট অফ কাইন্ডনেশ ডে’ উপলক্ষে একটি নিঃস্বার্থ দিন হিসাবে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। অভিনেতা হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করেছেন এবং তাঁর সদয় কাজটি সোশ্যাল মিডিয়ায় ভালবাসায় বর্ষিত হয়েছিল। ইনস্টা হ্যান্ডেলে নিজের এই মহৎ কাজের কথা জানিয়েছেন হৃত্বিক নিজেই। পাশাপাশি তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, “জানেন কী রক্তদান করা রক্তদাতার শরীরের জন্য ভালো?” একেবারে হাসপাতালের বেড থেকে রক্তদানরত মুহূর্তের ছবি শেয়ার করেছেন হৃত্বিক। অভিনেতা জানিয়েছেন-“আমাকে বলা হয়েছিল যে আমার রক্তের গ্রুপ বি-নেগেটিভ একটি বিরল প্রকার। হাসপাতালগুলো প্রায়ই এর অভাব বোধ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লাড ব্যাঙ্কগুলির একটি নগণ্য অংশ হতে অঙ্গীকার করা। ধন্যবাদ কোকিলাবেনহসপিটাল আমার এতে অবদান রাখার জন্য”।

উনি পাশাপাশি ডঃ রাজেশ সাওয়ান্ত, ডঃ রইস আহমেদ এবং ডাঃ প্রদন্যাকে ধন্যবাদ জানিয়েছেন এরকম একটা উদ্যোগ করে দেওয়ার জন্য। তাঁর পিতা রাকেশ রোশন মন্তব্য করেন ‘খ্রিশ’ ছবিটি হওয়ার সময় এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, “যারা এই রক্ত পাবে তারা কি হৃতিক রোশনের মতো খ্রিশে পরিণত হবে?" যদিও এটি নিছক মজা, তবে তাঁর মতো খ্রিশে পরিণত হতে পারা যাবে কিনা জানা নেই কিন্তু এই রক্ত নিয়ে এই নির্দিষ্ট গ্রুপের লোকেরা যে রক্তের অভাব থেকে বাঁচবে তা আশা করাই যায়। উনি সত্যি আজ প্রাণদাতা হয়ে উঠলেন। হৃতিক রোশন সম্প্রতি খবরে এসেছিলেন যখন তিনি তার গুজব বান্ধবী সাবা আজাদের সাথে একটি ডিনার ডেটের জন্য বের হয়েছিলেন৷ কাজের ফাঁকে, হৃতিক তামিল বিনোদনমূলক 'বিক্রম ভেদা'-এর অফিসিয়াল হিন্দি রিমেকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তিনি বেদা রচনা করেছেন, যেখানে সাইফ আলী খানকে বিক্রমের ভূমিকায় দেখা যাবে। এই থ্রিলারটি পরিচালনা করছেন পুষ্কর এবং গায়ত্রী, যিনি মূল তামিল বিনোদনকেও পরিচালনা করেছিলেন। 'বিক্রম ভেদা'-এর নির্মাতারা ২০২২ সালের সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News