Flash News
Monday, September 22, 2025

প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা

banner

journalist Name : Nabanita Maity

#Pravati Sangbad Digital Desk:

কলকাতাঃ ১১ই ফেব্রুয়ারী, ২০২২ সকাল ১০.০৪ মিনিট নাগাদ অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা ৭৩ বছর বয়েসে কোভিড পরবর্তী জটিলতার কারণে শহরের একটি নার্সিংহোমে মারা যান। বিচিত্র আগ্রহের একজন মানুষ, গুহঠাকুরতা একজন নিখুঁত ভদ্রলোক হিসেবে পরিচিত ছিলেন। সঙ্গে অভিনেতা রেখে গেলেন তাঁর ছেলে ও মেয়েকে। ভীষ্ম গুহঠাকুরতা একজন অভিনেতা, ১৯৮৩ সালে যিনি ফটিক চাঁদ, ১৯৮৫সালে বৈদুর্য রহস্য এবং ১৯৯১ সালে অন্তরদান ছবির এর জন্য পরিচিত। পারিবারিক সূত্র জানিয়েছে, প্রখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। ৭৩ বছরের প্রবীণ অভিনেতা গুহঠাকুরতা, কোভিড-১৯ থেকে বেঁচে থাকার পরে বেশ কয়েকদিন অসুস্থতায় ভুগছিলেন। গুহঠাকুরতা বহু সংখ্যক বাংলা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে কিছু সত্যজিৎ রায় এবং তপন সিনহার মতো আইকনিক পরিচালকদের দ্বারা তৈরি করা হয়েছে।

সত্যজিৎ রায় এর পরিচালনায় "গণশত্রু","শাখা প্রশাখায়", 'আদালত ও একটি মেয়ে’,’ হারমোনিয়াম’, ‘বাঞ্ছারামের বাগান’ এবং ‘বৈদুরজ্যো রহস্যের’ মতো বিখ্যাত ছবিতে অনবদ্য অভিনয় করেছেন তিনি। ভীষ্ম গুহঠাকুরতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর টুইট বার্তায় জানান, "গভীরভাবে দুঃখিত যে প্রখ্যাত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা আর নেই। "গত কয়েক দশক ধরে, তাঁর অভিনয়ের জন্য সিনেমাপ্রেমীদের হৃদয়ে একটি দুর্দান্ত প্রশংসার জায়গা নিশ্চিত করেছে। তাঁর প্রয়াণ একটি শূন্যতা তৈরি করেছে। আমার গভীর সমবেদনা।" আবারও একবার বাংলায় নক্ষত্র পতন ঘটল এবং চলে গেলেন এক কিংবদন্তী অভিনেতা। ওনার হঠাৎ প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News