এবার থেকে ডাক্তারি জীবনের শুরু হবে চরক শপথ দিয়ে

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ঐতিহাসিক পরিবর্তন করেছে দেশের বিভিন্ন ক্ষেত্রে, বারবার জোর দেওয়া হয়েছে দেশীয় সম্পদ ব্যবহারের ওপর, মেড ইন ইন্ডিয়া প্রকল্প বিশেষ মান্যতা পেয়েছে,দেশে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের সামগ্রী হোক বা সেনা বাহিনীর আগ্নেয়াস্ত্র, সব ক্ষেত্রেই জোর দেওয়া হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিষের ওপর। প্রজাতন্ত্র দিবসের বিটিং রিট্রিট প্যারেডে ব্রিটিশ গানের বদলে দেশীয় গানকে তুলে ধরা হয়েছে, এক কোথায় বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন দেশীয় সামগ্রী ব্যবহারের ওপর, যার শুরুটা হয়েছিল ভারতের স্বাধীনতা লাভের বহু আগে। 
তবে এবার দেশের চিকিৎসা ক্ষেত্রে আমুল পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগেই বাতিল করা হয়েছে ডাক্তারি পড়ুয়াদের স্নাতকোত্তরে ওঠার জন্য নিট পিজি পরীক্ষা, আর এবার ডাক্তারি পাশ করা পড়ুয়াদের শপথে আসছে পরিবর্তন। এতদিন পর্যন্ত চিকিৎসকদের মানুষের সেবা শুরু করার হিপোক্রেটিক অথ পাঠ করানো হতো, কিন্তু এবার থেকে শপথ গ্রহণ করানো হবে "চরক অথের" মাধ্যমে।

হিপোক্রেটিকের অর্থ হল গ্রিক সভ্যতার একটি অংশ, ভারতের সাথে অনেক দেশই তাদের নতুন চিকিৎসকদের মানুষের সেবা শুরু করার আগে এই শপথ বাক্য পাঠ করানো হয়, কিন্তু এবার থেকে আর তা করানো হবে না। জানা গিয়েছে সোমবার দেশের সমস্ত মেডিক্যাল কলেজগুলির সাথে বৈঠকে বসেছিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন, আর সেই বৈঠকেই শপথ বদলের প্রস্তাব আসে, যদিও চূড়ান্ত ভাবে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। শপথ বাক্য বদল নিয়ে কেন্দ্রের যুক্তি, বিশ্বের সমস্ত দেশের তুলনাই আদিম ভারতের চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে ছিল, যার অন্যতম কাণ্ডারি ছিলেন মহর্ষি চরক, তাই এবার তাকে সন্মান জানাতেই কেন্দ্রের এই প্রস্তাব। কেন্দ্রের তরফ থেকে আরও বলা হয়েছে ভারতে চিকিৎসার প্রসারের মূলে ছিলেন মহর্ষি চরক। এই নতুন শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে ভারতের চিকিৎসকদের অন্যান্য দেশের চিকিৎসকদের থেকে পৃথক করে রাখবে। তবে অনেক চিকিৎসকের মতে কেন্দ্র সরকার চিকিৎসকদের শপথ বাক্য বদলানোর মধ্য দিয়ে ভেদাভেদের চেষ্টা করছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News