Flash News
Monday, September 22, 2025

দ্রুত স্কুল খোলার সিন্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার-এমনি ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের

banner

journalist Name : Aditi Sarker

#Pravati Sangbad Digital Desk:

অষ্টম-দ্বাদশ শ্রেণির স্কুল আরম্ভ হয়েছে ইতিমধ্যে। এবার প্রাথমিক স্কুল খোলার ইঙ্গিত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার তৃতীয় ঢেউ খানিকটা নিয়ন্ত্রণে আসার পর অষ্টম-দ্বাদশ শ্রেণীর অফলাইন ক্লাস শুরু হলেও প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীরা এখনো ঘরবন্দি। তাদের ক্লাস এখনো চলছে অনলাইনে। অভিবাবকদের প্রশ্ন কবে খুলবে এই প্রাথমিক স্কুল? এই নিয়ে এবার বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ৯ই ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, এছাড়াও অন্যান্য আধিকারিকরা। আর এখানেই প্রাইমারি স্কুল খোলা নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,“আপাতত পাড়ায় পাড়ায় শিক্ষালয় শুরু হয়েছে। এবার ধীরে ধীরে খুদেদের স্কুল খোলার কথা ভাবা হচ্ছে। সোনা যাচ্ছে, করোনার একটা নতুন স্ট্রেন এসেছে। সে বিষয়টা ভালো করে দেখে নিয়ে স্কুল খোলা হবে”। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত ছোটদের স্কুল হবে ৫০শতাংশ ছাত্রছাত্রী নিয়ে, সেরকমই চিন্তা-ভাবনা চলছে। রোটেশনে ক্লাস নেওয়া হতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে।

করোনা পরিস্থিতির জন্য প্রায় দেড় বছরেরও বেশি সময় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। মাঝে করোনার প্রকোপ একটু কমায় রাজ্যের স্কুলগুলি খুলেছিল। কিন্তু নভেম্বরের শেষ থেকে করোনার প্রকোপ আবার বৃদ্ধি পাওয়ায় শিক্ষার প্রতিষ্ঠানগুলির দরজা বন্ধ করতে বাধ্য হয় রাজ্য সরকার। বর্তমানে আবারও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলতে শুরু করেছে। কিন্তু প্রাথমিকরা এখনও বাড়িতে থাকবে সেই চিন্তাই করা হয়েছে আপাতত।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। কিন্তু স্কুল প্রতিষ্ঠানগুলি খোলার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছিল না সরকার। সেই থেকেই স্কুল-কলেজ দাবিতে সরব হয়েছিল সবমহল। রাজ্যের তরফে বারবার জানানো হয়েছিল, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জানুয়ারির শেষ দিকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে জানিয়েছিলেন, ৩রা ফেব্রুয়ারি থেকে থেকে রাজ্যের স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষার প্রতিষ্ঠান খুলবে। তবে আপাতত অষ্টম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল হবে ক্লাসে বা শ্রেণীকক্ষে। তবে খুব শীঘ্রই খুলতে চলেছে খুদেদের স্কুল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News