#Pravati Sangbad Digital Desk:
দীর্ঘ দুই বছরের করোনা আর লকডাউনের লুকোচুরি খেলায় যখন মানুষ কার্যত গৃহবন্দী ঠিক তখনই মানুষের সবচেয়ে বড়ো সঙ্গী হয়ে ওঠে বই, বিশেষ করে গল্পের বই। তবে শুধু করোনা কালেই নয়। যুগ যুগ ধরেই বই মানুষের অবসর যাপনের সবচেয়ে বড়ো সঙ্গী হয়ে এসেছে। আরাম করে বসে ঘণ্টার পর ঘণ্টা বই পড়ে যেতে আমাদের একটুও ক্লান্তি বোধ হয় না। আর তাই সমগ্র বিশ্বজুড়ে গড়ে উঠেছে হাজার হাজার গ্রন্থাগার। যার মধ্যে সবচেয়ে বড়ো লাইব্রেরিগুলো নিয়েই রইলো এই প্রতিবেদন। জেনে নেওয়া যাক সেসব লাইব্রেরির কথা।
১. ন্যাশনাল লাইব্রেরি অব চায়না - পৃথিবী এবং এশিয়ার সবচেয়ে বৃহত্তম গ্রন্থাগারগুলির মধ্যে অন্যতম একটি হল চায়নার ন্যাশনাল লাইব্রেরি। চীনের বেইজিং শহরে অবস্থিত এই লাইব্রেরি ১৯০৯ সালে স্থাপিত হয়। এখানে প্রায় আছে ২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৭৭৭টি বই। এছাড়াও রয়েছে ১২ লাখ সাময়িকী এবং চীনের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত সব ধরনের বই।
২. ব্রিটিশ লাইব্রেরি - লন্ডনে ১৭৫৩ সালে স্থাপিত লাইব্রেরিটি পৃথিবীর বিখ্যাত গবেষণা গ্রন্থাগারগুলোর মধ্যে একটি। যুক্তরাজ্যের এই জাতীয় গ্রন্থাগারটিতে আছে প্রায় সব ভাষার বিভিন্ন ধরনের বই। আর সব মিলিয়ে প্রায় ১ কোটি ৫৫ লাখের বেশি বই আছে। এছাড়াও সংগৃহীত বইয়ের সংখ্যা ২ কোটি ৩৫ লাখ। আর নতুন সংযোজন হিসাবে প্রতি বছর ব্রিটিশ লাইব্রেরির সংগ্রহশালায় যুক্ত হয় প্রায় ৩০ লাখ নতুন বই।
৩. রাশিয়ান স্টেট লাইব্রেরি - পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগারগুলির মধ্যে আরো একটি গ্রন্থাগার হল রাশিয়ার মস্কোতে অবস্থিত রাশিয়ার জাতীয় গ্রন্থাগার। আনুমানিক ১৭৯৫ সালে এটি স্থাপিত হয়। এর সংগ্রহে রয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজারের বেশি বই।
৪. নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি - পৃথিবীর অন্যতম এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের আরো একটি বিখ্যাত গবেষণা গ্রন্থাগার হল নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি। আনুমানিক ১৮৯৫ সালে প্রথম এই শাখা স্থাপিত হয়। তবে বর্তমানে লাইব্রেরিটির ৮৭টি শাখা রয়েছে। এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ১৯২টি বই।
৫. ন্যাশনাল লাইব্রেরি অব কানাডা - এটি হল বিশ্বের তৃতীয় বৃহত্তম লাইব্রেরি। বর্তমানে লাইব্রেরিটি কানাডার কেন্দ্রীয় সরকারের একটি বিভাগে পরিণত হয়েছে। এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে ২ কোটি ৬০ লাখ ৬ হাজার ৫৪টি বই। এছাড়াও রয়েছে কানাডার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত লেখা, ছবি ও দলিলপত্র।