Flash News
Monday, September 22, 2025

উত্তরপ্রদেশে শুরু হয়ে গেছে প্রথম দফার নির্বাচন, আজ মোট ৫৮টি আসনে ভোট গ্রহণ হবে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বৃহস্পতিবার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছিল উত্তরপ্রদেশে। যোগী রাজ্যে বিধানসভা ভোট ৪০৩টি আসনে মোট ৭ দফাই অনুষ্ঠিত হয়েছে। কাল ছিল প্রথম দফার নির্বাচন। কাল মথুরা, মেরঠ, মুজাফফরনগর সহ মোট ১১ জেলায় ৫৮টি আসনে ভোট গ্রহণ হয়েছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মূল প্রতিপক্ষ সমাজবাদী পার্টি। গোটা দেশে বিজেপি বিরোধী শক্তি একজোট হতে শুরু করেছে ইতিমধ্যেই, আর তার মুখ্য ভূমিকাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির প্রতি পূর্ণ সমর্থনও জানিয়েছেন তিনি, সোমবারই উত্তরপ্রদেশে রাজনৈতিক সফরে গিয়েছিলেন তিনি, বিমান বন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে গিয়েছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সব মিলিয়ে উত্তরপ্রদেশের নির্বাচন ফলাফল এখন সমস্ত রাজনৈতিক দলগুলির পাখির চোখ এটা বলার অপেক্ষা রাখে না।

কাল সকাল থেকেই যোগী রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে মানুষের ভিড় ছিল, বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোট দানের হারও। সকাল ১০টার দিকে ভোট দানের হার ছিল প্রায় ৮ শতাংশের কাছাকাছি, বেলা যত গড়িয়েছে ক্রমশ গড়িয়েছে ভোট দানের হারও। রাহুল গান্ধী উত্তরপ্রদেশের জনগনের উদ্দেশ্যে টুইট করে জানিয়েছেন, “ ভারতকে ভয় মুক্ত করুন”।
ভোটদাতাদের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভিডিও বার্তাও দিয়েছেন, সেখানে তিনি বলেছেন “ উত্তরপ্রদেশের মানুষ বিজেপিকে ক্ষমতাই না আনলে উত্তরপ্রদেশের অবস্থা কেরল, পশ্চিমবঙ্গ এবং কাশ্মীরের মতো হবে”। তিনি আরও বলেন, “ বিগত ৫ বছরে উত্তরপ্রদেশে বিজেপি সরকার সফলভাবে কাজ করেছে, অনেক পরিশ্রম করেছে। আপনারা যদি আমাদের আবার ক্ষমতাই না আনেন তাহলে আমাদের সমস্ত পরিশ্রম বৃথা হবে”। প্রথম দফার ভোট গ্রহণ শেষ  হয়েছে সকাল ৭টাই এবং শেষ হবে সন্ধ্যে ৬টাই, এখন দেখার বিষয় একটাই প্রথম দফার ভোট গেরুয়া শিবিরকে কতটা স্বস্তি দেয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News