Flash News
Monday, September 22, 2025

দেবদূতকে কি দেখা যাবে হায়দ্রাবাদের জার্সিতে?

banner

journalist Name : Tamojoy Shrimany

#Pravati Sangbad Digital Desk:

আই পি এল ২০২২ এর নিলামের আগে সব দল নিজেদের মতো করে তাদের দল নিয়ে পরিকল্পনা করে চলেছে, সেইসব এর মধ্যে কিছু কিছু দলের তাদের প্রিয় খেলোয়ারদের কে ছেড়ে দিতে হয়েছে, যেমন শুভমান গিলকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে, ঠিক সে রকমই রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরাট কোহলিকে রাখতে গিয়ে ছাড়তে বাধ্য হয়েছে দেবদূত পদ্দিকাল কে। সেই দেবদূত পাদ্দিকাল এর দিকে নজর সানরাইজ হায়দ্রাবাদের।
এবারের সানরাইজ হায়দ্রাবাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের বিকল্প খুঁজে বের করা। আর সেই তালিকায় থাকতে পারেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ওপেনিং ব্যাটসম্যান দেবদূত পাদ্দিকল।
 চলতি বছর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাকে রিলিজ করেছে। চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লজ্জাজনকভাবে লীগ টেবিলের সমাপ্তি করতে হয়েছে সানরাইজ হায়দ্রাবাদকে, পয়েন্টস টেবিলের একদম নিচে ছিল তারা। তাই আসন্ন ২০২২ আইপিএলে নিখুঁতভাবে দল সাজাচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। ইতিমধ্যে সেই উপলক্ষে প্রাথমিক কার্যকলাপ শুরু করে দিয়েছে হায়দ্রাবাদ শিবির।
 অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসনকে রিটেন করেছে তারা। এছাড়া তরুণ ক্রিকেটার আবদুল সামাদ এবং উমরান মালিককে ধরে রেখেছে সানরাইজ হায়দ্রাবাদ। তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং রশিদ খানকে ছেড়ে দিয়েছে তারা। প্লেয়ার কেনার আগে কোচিং স্টাফ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে সানরাইজ হায়দ্রাবাদ। কোচিং স্টাফে কোনরকম খুঁত রাখতে রাজি নয় হায়দ্রাবাদ শিবির। তাইতো আসন্ন দিনে সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রায়ান লারা।

পেস বোলিং বিভাগ সামলাবেন দক্ষিণ আফ্রিকার স্টেইনগান ডেল স্টেইন। তাছাড়া স্পিন বোলিং বিভাগ সামলাবেন শ্রীলঙ্কান ক্রিকেটার মুরালিধরণ। অর্থাৎ ব্যাট এবং বোলিং-এ কোচিং করানোর জন্য কোন অংশে ঘাটতি রাখতে অভ্যস্ত নয় সানরাইজ হায়দ্রাবাদ। তাছাড়া ক্রিকেটার খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানি ও তার পাশাপাশি ফিল্ডিং কোচও তিনি। সানরাইজ হায়দ্রাবাদ দলের প্রধান কোচ হিসেবে থাকছেন টম মুডি।
তাঁর সহকারী হিসেবে কাজ করবেন সাইমন কাটিচ। সানরাইজ হায়দ্রাবাদের এখন প্রথম এবং প্রধান লক্ষ্য ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের বিকল্প খুঁজে বের করা। আর সেই তালিকায় থাকতে পারেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ওপেনিং ব্যাটসম্যান দেবদূত পাদ্দিকল। চলতি বছর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাকে রিলিজ করেছে। বিগত দুই মরশুমে বিরাট কোহলির অধিনায়কত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দেবদূত পাদ্দিকল।
তবে দলের প্রধান ক্রিকেটারদের প্রত্যাবর্তন করাতে গিয়ে বাধ্য হয়ে রিলিজ করতে হয়েছে দেবদূত পাদ্দিকলকে। বিষয়টি নিয়ে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সর্মথকরা রীতিমত হতাশ হয়ে পড়েছিলেন। এদিকে মেগা অকশনে ব্যাঙ্গালোরের থেকে বাঁহাতি ব্যাটসম্যান পাদ্দিকলকে ছিনিয়ে নিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আর ডেভিড ওয়ার্নারের সবচেয়ে ভালো বিকল্প যে তিনিই হবেন তা নিয়ে কোনো রকম সন্দেহ নেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News