#Pravati Sangbad Digital Desk:
আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত । কারয়ন পোলার্ড চোটের জন্য ছিলেন না দ্বিতীয় ম্যাচে। তাঁর বদলে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেন নিকোলাস পুরান। টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের ম্যাচ জিততে তুলতে হত ২৩৮ রান।
আধুনিক ক্রিকেটে এই রান তোলা যে কোনও দলের কাছেই অসম্ভব বিষয় নয়। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের দক্ষতা অনুযায়ী ক্যারিবিয়ান সমর্থকেরা আশা করেছিলেন দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনবেন নিকোলাস পুরানরা। কিন্তু ব্যাটসম্যানদের লাগাতার ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজকে শুধু সিরিজ থেকেই ছিটকে দিল না একই সঙ্গে হোয়াইট ওয়াশের ভ্রুকুটির সামনেও ফেলে দিল এক সময়ে বিশ্ব ক্রিকেটকে শাষন করা ওয়েস্ট ইন্ডিজ দলকে।
সিরিজে সমতা ফেরাতে হলে আজকের ম্যাচে জিততে হত পুরানদের। কিন্তু হোল্ডারদের নির্ধারিত ৫০ ওভার খেলতে দিলেন না প্রসিদ কৃষ্ণারা। ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৪ রানে জিতল টিম ইন্ডিয়া। ৪৬ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৪টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা, ২টি উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও দীপক হুডা।