#Pravati Sangbad Digital Desk:
এই ইডেন গার্ডেন্সের হাত ধরেই বিশ্ব ক্রিকেটের এক তারকা চরিত্র হয়ে উঠেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। ইডেন গার্ডেন্সে আয়োজিত ২০১৬ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বেন স্টোকসকে পরপর ছ’টি ৬ মেরে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি, হয়ে উঠেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দুনিয়ার নায়ক।
সেই সঙ্গেই বিশ্বের প্রথম দল হিসেবে দু’টি টি-২০ বিশ্বকাপ খেতাব জেতার নজিরও গড়েছিলেন। এবার নিজের কেরিয়ারের মোড় ঘোরানো সেই স্টেডিয়ামের নামের ওপর মেয়ের নাম রাখলেন ব্র্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক নিজের মেয়ের নাম রেখেছেন, ইডেন রোজ ব্র্যাথওয়েট।
সদ্যোজাত মেয়ের সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে ২০১৬ টি-২০ বিশ্বকাপের নায়ক লিখেছেন, ‘ইডেন রোজ ব্র্যাথওয়েট, নামটা মনে রাখবেন। জন্ম তারিখ- ০২/০৬/২০২২। তোমার জন্য অপেক্ষা করাটা সার্থক হয়েছে। বাবা কথা দিচ্ছে, তোমার তাঁর সম্পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসবে। ধন্যবাদ, জেসি পার্পল। তুমি খুবই শক্তিশালী। আমি জানি তুমি একজন ভালো মা হবে। তোমাদের দু’জনকেই খুব ভালোবাসি’।
২০১৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে খেতাব জেতানোর পর সেদেশের টি-২০ দলের অধিনায়কের পদে ব্র্যাথওয়েটকে আসীন করা হয়েছিল। কিন্তু তাঁর অধিনায়কত্ব খুব বেশিদিন স্থায়ী হয়নি। ব্র্যাথওয়েটের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ দল ৩০টি টি-২০ ম্যাচ খেলেছিল। এর মধ্যে মাত্র ১১টি ম্যাচে জয়লাভ করেছিল তারা।
৩৩ বছর বয়সি ব্র্যাথওয়েটকে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে আর খেলতে দেখা যায় না। ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে এবং টি-২০ সিরিজে শেষ বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে না খেললেও ব্র্যাথওয়েট বিভিন্ন দেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেন। আইপিলে তিনি দিল্লি ক্যাপিটালস , কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। আসন্ন ২০২২ আইপিএল মেগা নিলামেও নাম দিয়েছেন ব্র্যাথওয়েট।