#Pravati Sangbad Digital Desk:
চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় আ্যাওয়ার্ডের সম্মান হল অস্কার, সিনেমা নির্মাতা থেকে আরম্ভ করে অভিনেতা অভিনেত্রী, সবাই এই পুরস্কারটি তাদের সিনেমা কেরিয়ারের ঝুলিতে দেখতে চান। অস্কার পাওয়া যেন এক স্বপ্ন, আর মনোনয়নের তালিকায় থাকলে যেন মনে হয় স্বপ্নের কাছ অবধিই পৌঁছে গেছে। আর কিছুদিনের অপেক্ষা। ঘোষণা হবে চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। সেই স্বপ্নকে পূরণ করে অস্কার ২০২২ এ, ভারতের 'রাইটিং উইথ ফায়ার' সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত হয়েছে। যেটা ভারতীয় সিনেমার কাছে এক গর্বের ব্যাপার।
এই ডকুমেন্টরি ফিল্মটি মহিলা কেন্দ্রিক ঘটনাকে নিয়ে পরিবেষ্টিত, ফিল্মটি পুরুষদের দ্বারা আধিপত্যের বিশৃঙ্খল সংবাদের ল্যান্ডস্কেপ এবং কীভাবে প্রধান রিপোর্টার মীরা এবং তার সাংবাদিকরা দলিত মহিলাদের দ্বারা পরিচালিত ভারতের একমাত্র সংবাদপত্রের সাথে প্রথা ভেঙে বেরিয়ে আসবে সেটাই দেখাবে ছবিটির মূল গল্পে। ‘গ্রামীণ লহরিয়া’ বলে যে সংবাদপত্রটি থাকবে সেটি দিয়ে গোটা গ্রামের দৃষ্টিভঙ্গি পাল্টাবে। বেশ কিছুদিন ধরেই শিরোনাম হচ্ছে ছবিটি। এটি ২০২১ সালের জানুয়ারিতে ‘সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে’ স্পেশাল জুরি এবং দর্শক পুরস্কার জিতেছে। তারপর থেকে, চলচ্চিত্রটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরে বেড়াচ্ছে এবং ২০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।
এই বছর অস্কার ২০২২-এ ভারতের একমাত্র ফিচার ফিল্ম, দিল্লি-ভিত্তিক দুই চলচ্চিত্র নির্মাতা- রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষকে ধন্যবাদ। তাদের ডকুমেন্টারি 'রাইটিং উইথ ফায়ার' সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনয়ন পেয়েছে।
সুস্মিত ঘোষ জানিয়েছেন অনেক দিন ধরেই এই রকম ফিচার ফিল্ম বানানোর চেষ্টায় ছিলেন তিনি যেখানে দেখানো হয়েছে, কী ভাবে এই সব মহিলাদের জাতপাত দিয়ে বিচার করা হয়, সমাজের কাছে এখনো মহিলারা কি সেই পরাধীন, এক অন্য চিন্তাধারার সিনেমা যা গোটা বিশ্বের মানুষজন উপভোগ করবেন।
সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছে 'অ্যাসেনশন', 'অ্যাটিকা', 'ফ্লি' এবং 'সামার অফ দ্য সোল’, ‘ওয়েব সাইট স্টোরি’, ‘পিজ্জা’, ‘নাইটমেয়ার দ্য পাওয়ার অব ডগ’ ইত্যাদি।
ওয়াশিংটন পোস্ট 'রাইটিং উইথ ফায়ার' কে "সবচেয়ে অনুপ্রেরণাদায়ক সাংবাদিকতা মুভি – “মেয়েবি এভার" বলে অভিহিত করেছে।
মঙ্গলবার সকালে লস অ্যাঞ্জেলেসে অস্কার ২০২২-এ মনোনয়ন ঘোষণা করা হয়- 'দ্য পাওয়ার অফ দ্য ডগ' এবং 'ডুন' ছবিটিকে, যেটি এ বছরের সর্বাধিক মনোনয়ন। তার সাথে রয়েছে ভারতীয় জার্নালিজম মুভি 'রাইটিং উইথ ফায়ার'।