Flash News
Monday, September 22, 2025

ঐতিহাসিক ম্যাচে দাপুটে ভারত

banner

journalist Name : Avijit Das

#pravati sangbad digital desk:

প্রথম দল হিসেবে ১০০০তম ওয়ানডে খেলতে নেমেছে ভারত। মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঐতিহাসিক মুহূর্তটা জয় দিয়েই মনে রাখার ব্যবস্থা করেছেন রোহিত শর্মারা। আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব করতে নামা রোহিত শর্মার ঝোড়ো অর্ধশতকে ২২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় পেয়েছে ভারত। যদিও ম্যাচটা প্রথম ভাগেই শেষ হয়ে গেছে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ যে ১৭৬ রান করতেই গুটিয়ে গেছে আজ।
১৭৬ রান নিয়েও অবশ্য তৃপ্তি খুঁজে নিতে পারে উইন্ডিজ দল। ইঙ্গিত যে আরও ভয়ংকর কিছু ছিল। ভারতীয় স্পিনারদের সামনে ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দলকে টেনেছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। এই অলরাউন্ডার ও ফাবিয়ান অ্যালেনের ৭৮ রানের লড়াই ম্যাচের দৈর্ঘ্যটাই শুধু বাড়িয়েছে, ম্যাচের ভাগ্য নিয়ে কোনো সন্দেহ জাগাতে পারেনি।
তৃতীয় ওভারে শাই হোপকে হারানোর পরও গুছিয়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেটে ৪৪ রান তোলা দলটি ৭০ বলের মধ্যে ৩৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। ৫ বলের মধ্যে দ্বিতীয় উইকেট জুটির দুই সঙ্গী ব্রেন্ডন কিং ও ড্যারেন ব্রাভোকে তুলে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। পরের তিনজন যুজবেন্দ্র চাহালের শিকার। পেসার প্রসিধ কৃষ্ণও উইকেট উৎসবে যোগ দিয়ে আকিল হোসেনকে আউট করে দিলে ওয়েস্ট ইন্ডিজের ১০০–এর নিচে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা জাগে।

হোল্ডার ও অ্যালেন সে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। ৭১ বলে ৫৭ রান তোলা হোল্ডার ও ২৯ রান করা অ্যালেন দলকে ১৫০ পার করে দিয়েছেন। সুন্দরের বলে অ্যালেন ফেরার পর আবার সেই পুরোনো ওয়েস্ট ইন্ডিজ। কৃষ্ণর বলে হোল্ডার ফিরে যান ক্ষণিক পর। আলজারি জোসেফকে নিজের চতুর্থ শিকার বানিয়ে ৬ ওভার আগেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সমাপ্তি টেনেছেন চাহাল।
ওয়েস্ট ইন্ডিজ বোলাররা দলকে কোনো আশাই দেখাতে পারেননি। রোহিত শর্মার আগ্রাসনের সামনে গুটিয়ে গেছেন সবাই। মাত্র ১৩ ওভারে ৮৪ রান তুলে ফেলেন উদ্বোধনী জুটি। এর ৬০ রানই অধিনায়কের। ৫১তম বলে জোসেফের বলে এলবিডব্লু হন রোহিত। ৮ রান করে কোহলিও ফিরেছেন জোসেফের বলে। ঈশান কিষান ও ঋষভ পন্তও ফিরে গেছেন খুব দ্রুত। কিন্তু ভারতের রানরেট কখনো ৬-এর নিচে নামেনি। সূর্যকুমার যাদব (৩৪) ও অভিষিক্ত দীপক হুদার (২৬) ৬২ রানের জুটি ২২ ওভার আগেই ম্যাচ শেষ করে দিয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News