#pravati sangbad digital desk:
এতদিন ধরে টলিউডের বড় পর্দায় বিভিন্ন সিনেমায় দর্শকদের মন কেড়েছে সুপারস্টার জিৎ। কিন্তু এবার থেকে দেখা যাবে ছোটপর্দায়ও। অবশ্য জিৎ বাংলায় রিয়েলিটি-শো ডান্স বাংলা ডান্স বিচারক আসনে বেশ কিছুদিন ছিলেন তিনি। এরপর জানা যাচ্ছে স্টার জলসায় শুরু হতে চলেছে একটি নতুন নন ফিকশন শো,এবার সেখানে থাকবেন তিনি। জানা গেছে, দুদিন আগেই শো টিম প্রমো শুট করেছে। স্টার জলসা শুরু হওয়া এই ননফিকশন শো টি হবে রোমান্স ভিত্তিক। ছোট পর্দার কাজ হিসেবে জি বাংলার অধ্যায় শেষ করে আবার স্টার জলসায় আসতে চলেছেন জিৎ। বড় পর্দায় এই সময় জিতের রাবণ সিনেমার শুটিং চলছে। তার শেষ ছবি ছিল "বাজি"।
২০০০ সালের শুরুর দিক থেকে একের পর এক হিট সিনেমা দিয়ে বাঙালি সিনেমা প্রেমীদের মন কেড়েছিলেন তিনি। সাথে ছিল “সঙ্গী”, “ সাথী” এর মতো সুপারহিট সিনেমা।
বড় পর্দাই জিৎ আর কোয়েলের জুটি ছিল সর্বকালের সেরা। তবে ক্রমশ সিনেমা হলে বসে সিনেমা দেখার চল কমে আসছে। বর্তমান সময়ে বিভিন্ন ওয়েব সিরিজ বা টিভি সিরিয়ালের যুগে খুব কম সংখ্যক মানুষ এখন সিনেমা হল মুখী। তার মধ্যে করোনার প্রকোপ, যার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হলগুলি, পর্দার পেছনে যারা কাজ করেন তারা অনেকেই এই পরিস্থিতিতে অন্য কাজকে বেছে নিয়েছেন। এর অনেক আগেই ছোট পর্দাই দক্ষতার সাথে অভিনয় করতে দেখা গেছে অনেক বড় পর্দার কলা কুশলীদের, ছোট পর্দাতেও তারা সমান দক্ষতার সাথে অভিনয় করে গেছেন। অনেকে আবার ছোট পর্দা থেকে নিজের জায়গা করে নিয়েছেন বড় পর্দাতে। আর এবার সেই জায়গা করার পালা সুপারস্টারের জিৎ-এর। জিৎ প্রেমীরা আশা করছেন তিনি ছোট পর্দায়ও সমান দক্ষতার পরিচয় দেবেন।