Flash News
Monday, September 22, 2025

প্রতারণা থেকে নিজেকে আরও মজবুত করার শিক্ষা পাইঃ অনন্যা পাণ্ডে

banner

journalist Name : Avijit Das

#Pravati Sangbad Digital Desk:

‘গেহরাইয়াঁ’ ছবির চিত্রনাট্য প্রথমে শুনে একটু নার্ভাস হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। চলচ্চিত্রজগতের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা বুঝে উঠতে পারছিলেন না, কীভাবে এই কঠিন চ্যালেঞ্জ তিনি পার করবেন। এক ভার্চ্যুয়াল সাক্ষাৎকারের শুরুতে অনন্যা জানান যে, পর্দায় ‘টিয়া’ হয়ে ওঠা তাঁর জন্য কতটা কঠিন কাজ ছিল।
আলাপচারিতায় প্রথম আলোকে অনন্যা বলেন, ‘আজ পর্যন্ত আমি যত চরিত্রে অভিনয় করেছি, তার মধ্যে এটা সবচেয়ে মানসিকভাবে চ্যালেঞ্জিং চরিত্র ছিল আমার জন্য। কারণ, “গেহরাইয়াঁ” ছবিতে আমার চরিত্রটি মানসিক দিক থেকে খুবই মুশকিলের। শুরুতে আমি বুঝে উঠতে পারছিলাম না যে এই চরিত্রের সঙ্গে কীভাবে ন্যায় করব। তবে এই সময় আমার মুশকিল অনেকটা আসান করে দেন শকুন (পরিচালক)। তিনি আমাকে বলেন আমি যেমন, তেমনভাবেই যেন ক্যামেরার সামনে হাজির হই।
কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা করা আর চাপ নেওয়া আমার স্বভাবে আছে। তাই শকুন আমাকে বুঝিয়ে বলেন যে, ছবিতে কান্না বা আবেগময় দৃশ্যের সময় আমি যেন মানসিকভাবে বেশি চাপ না নিই। তিনি আমাকে শুধু ধারার সঙ্গে বয়ে গিয়ে অভিনয় করার কথা বলেছেন। পর্দায় টিয়া হয়ে ওঠার জন্য অনন্যাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। পরিচালকের সঙ্গে নিজের চরিত্র নিয়ে অনেক আলাপ–আলোচনাও করেছেন তিনি।

টিয়ার সঙ্গে বাস্তবে নিজের কতটা মিল খুঁজে পান, এমন প্রশ্নের জবাবে অনন্যা বলেন, ‘জানেন, আমি অনেকটা টিয়ার মতোই। টিয়ার মতো আমি ব্যক্তিগত জীবনে সম্পর্কের গভীরতায় বিশ্বাস করি। তাই আমাকে শকুন বলেন যে শুধু নিজেকে পর্দায় তুলে ধরতে। আর যখন পর্দায় নিজের চরিত্রে অভিনয় করতে হয়, তখন কাজটা অনেকটা সহজ হয়ে যায়। ১১ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘গেহরাইয়াঁ’। এই ছবিতে অনন্যা পান্ডে ছাড়াও দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদি, রজত কাপুর, নাসিরুদ্দিন শাহসহ আছেন আরও অনেকে।
ভায়াকম এইটিন স্টুডিও আর ধর্মা প্রোডাকশন প্রযোজিত ‘গেহরাইয়াঁ’ ছবিটিজুড়ে আছে প্রেম, কামনা, বাসনা, সম্পর্কের গভীরতা আর প্রতারণা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News