Flash News
Monday, September 22, 2025

আজ থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

কোভিডের তৃতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে ভারতে। বর্তমানে ভারতে কোভিড গ্রাফ নিম্নমুখী, তবে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায়ে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন মানুষ, করোনাকে হারিয়ে সুস্থ্য হয়ে উঠেছেন ২ লক্ষ ৬২ হাজার ৬২৮ জন মানুষ। সব মিলিয়ে ভারতের অবস্থা আগের থেকে একটু হলেও উন্নতির দিকে। সামনে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আর তার আগেই আজ থেকে সংসদে শুরু হল ২০২২ সালের বাজেট অধিবেশন। আজ দিল্লির সেন্ট্রাল হলে সমস্ত সাংসদদের সামনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার বক্তব্যের মাধ্যমে শুরু করেন সংসদের বাজেট অধিবেশনের, বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আগামীকাল অর্থাৎ ১লা ফেব্রুয়ারি ২০২২ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামান সংসদে বাজেট পেশ করবেন। 
অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি তার বক্তব্যে ধন্যবাদ জানান দেশের সমস্ত কোভিড যোদ্ধাদের। গোটা দেশে যে হারে করোনার বিরুদ্ধে সবাই এক জোট হয়ে লড়াই করছেন, যে ভাবে দ্রুত টীকাকরণ হচ্ছে তার প্রশংসাও করেন তিনি। এছাড়া একাধিক কেন্দ্রীয় প্রকল্পেরও প্রশংসা করতে শোনা গেছে ভারতের রাষ্ট্রপতির মুখে। তিনি আরও বলেন, “বর্তমান সরকার জম্মু কাশ্মীরের উন্নতির জন্য ব্যাকুল ভাবে চিন্তিত, উন্নয়নের কাজও চলছে দ্রুত গতিতে। শ্রীনগর বিমান বন্দর থেকে শুরু হয়েছে বিমান চলাচল পরিষেবাও, তৈরি হচ্ছে মেডিক্যাল কলেজও”। তাছাড়া তিনি কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পেরও প্রশংসা করেন তিনি। তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীতে এবং পুলিশ বাহিনীতে মেয়েদের সংখ্যা বেড়েছে, কমেছে স্কুল ছুটের সংখ্যাও। কিছুদিন আগেই মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি। 

মোদী সরকারের আবাস যোজনার প্রশংসাও করতে শোনা গেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। এদিন তিনি বলেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলে দেশের ২ কোটি মানুষ পাকা ঘর পেয়েছেন, ঘরে ঘরে পানীয় জলের ব্যাবস্থা করেছে কেন্দ্র সরকার”। এদিন সংসদের অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী জনধন যোজনারও প্রশংসা করেন তিনি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী জনধন যোজনার ফলে দেশের প্রায় কয়েক কোটি নাগরিক এই অতিমারি পরিস্থিতির মধ্যে আর্থিক সাহায্য পেয়েছেন। সেই সাথে বর্তমান সরকারের ডিজিটাল লেনদেনের ওপর ভিত্তি করে চলাও প্রশংসনীয়”। 

তবে সংসদে বাজেট অধিবেশনের আগেই ফের মাথাচারা দিয়ে উঠেছে পেগেসাস ইস্যু, তা নিয়ে সুর চড়াচ্ছেন বিরোধীরা। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা পেগেসাস ইস্যুর ফলে উত্তপ্ত হতে পারে অধিবেশন কক্ষ। অন্যদিকে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস পত্রিকাই গত সপ্তাহেই পেগেসাস ইস্যু নিয়ে একটি প্রতিবেদন পাশ হয়েছে, যার ফলে বিরোধীদের মধ্যে আরও বেড়েছে ক্ষোভ। এদিন সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, ভোটের কারণে সংসদ চত্বরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর ওপর ভিত্তি করেই সারা বছর চলতে হয়”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “অধিবেশনে উপস্থিত সাংসদদের স্বাগত জানাচ্ছি।“ সকল সাংসদদের কোভিড বিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News