#Pravati Sangbad Digital:
"দাদাগিরি আনলিমিটেড" হল একটি ভারতীয় বাংলা ভাষার কুইজ শো। অনুষ্ঠানটি ২০০৯ সাল থেকে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী প্রথম দুই সিজনের আয়োজক ছিলেন। তারপর অভিনেতা মিঠুন চক্রবর্তী তৃতীয় সিজনে সেই জায়গায় স্থানান্তরিত হন, তারপর চতুর্থ সিজনে আবার সৌরভ গাঙ্গুলী ফিরে আসেন। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অংশে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই রাউন্ডের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করা হয় এবং প্রত্যেক প্রতিযোগী পশ্চিমবঙ্গের নিজ নিজ জেলার প্রতিনিধিত্ব করে। "শো"টি ২০০৯ সালে প্রিমিয়ার হয়েছিল। শিরোনাম ট্র্যাকটি লিখেছেন সৃজিত মুখার্জি এবং গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

ঠিক একইরকম ভাবে দাদাগিরির ধাঁচে তৈরি হচ্ছে ‘দাদাগিরি হৃদয়ারু’ সেখানেও একই ভাবে দাদাগিরি সিজন ৯ এর মতো ট্যাগ ‘হাত বাড়ালেই বন্ধু হয়’ এর জায়গায় ‘হৃদয়ারু’ শব্দটি ব্যাবহার করেছে নির্মাতারা। এবং খেলার রাউন্ড গুলিও প্রায় একই রকম রাখা হয়েছে। এখানেও অসহায় মানুষদের পাশে যাতে দাঁড়ানো যায় সেরকম ভাবেই জেলাগুলির খাতে পয়েন্টস দিয়ে যাবে প্রতিযোগীরা, যা সেই জেলার উন্নয়নের কাজে লাগবে । ১৫ই জানুয়ারি থেকে শনি ও রবিবার ঠিক রাত ৯ টায় "জি সার্থক" চ্যানেলে দেখানো হবে , এই ওড়িয়া ভাষার দাদাগিরির নন ফিক্শনাল "শো" টি। ওড়িশার ৩০ টি জেলার মানুষরা এই শোয়ের প্রতিযোগী হওয়ার সুযোগ পাবে। এই শোটির সঞ্চালনা করবেন অনুভব মোহান্তি, উনি এখন ওড়িয়া সুপারস্টার তথা একজন রাজনীতিবিদও।
তবে অনেকেই মনে করছেন সৌরভ গাঙ্গুলী দ্বারা সঞ্চালনা করা জি বাংলার "শো"টি যতটা সম্মান ও খ্যাতির সম্মুখীন হয়েছে, সেরকমভাবে এই শোটিও কি জনপ্রিয়তা পাবে? শোটি যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে তা বোঝাই যাচ্ছে ,কারণ সম্প্রতি বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি উপস্থিত হয়েছিলেন অনুভবের মঞ্চে, অনুভবের সাথে জমিয়ে নাচও করলেন তিনি। শুধু তাই নয় জি বাংলার দাদাগিরির শোতে সম্প্রতি জি বাংলা ধারাবাহিকের "মিঠাই" পরিবার এসেছিল ঠিক তেমনই ওখানে ঝিল্লি পরিবার এসেছিল, ওই ধারাবাহিকও অনেকটা মিঠাই এর মতন। সুতরাং বোঝা যাচ্ছে এর জনপ্রিয়তা জি বাংলার "দাদাগিরির" চেয়ে কিছু কম হবেনা। ওড়িয়া ছাড়াও পাঞ্জাবি ভাষাতেও দাদাগিরি শো রয়েছে- ‘পঞ্জাবিয়া দি দাদাগিরি উইথ ভাজ্জি’ বলে যার সঞ্চালনায় ছিলেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। দাদাগিরি এমন একটি শো, যেটা যে ভাষাতেই আসুক না কেন জনপ্রিয় হবেই। আশা করা যায় ‘দাদাগিরি হৃদয়ারু’ ও এভাবেই বছরের পর বছর সিজন আসতে থাকুক।