#Pravati Sangbad Digital Desk:
যতদিন এগোচ্ছে ততোই কঠিন হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের লিগ টেবিল। প্রত্যেকটি দলের জন্য প্রত্যেকটি জয় তাদের স্থান একের পর এক পাল্টে দিচ্ছে লিগ টেবিলে, কিন্তু তাদের মধ্যেও হায়দ্রাবাদ এফসি একের পর এক ম্যাচ জিতে লিগ টেবিলে তাদের স্থান এক নম্বরে বজায় রেখেছে। তাদের এক নম্বরে থাকার মূল কারিগর হলো তাদের আক্রমণভাগের খেলোয়াড় ওগবেচ ও তাদের কোচ মনালো মার্কেজ। অপরদিকে গোয়ার মাঠে ওড়িশা এফসি যথেষ্ট চেষ্টা করলেও তারা কালকের ম্যাচে জয় লাভ করেনি, গতকালের খেলার স্কোর হয়েছে ৩-২। ওড়িশা ২ গোল দিলেও ম্যাচ ড্র করার জন্য এক গোলে দরকার ছিল ও যে তার জন্য আরও দুই গোল এর দরকার ছিল কিন্তু তারা পারেনি।
হায়দ্রাবাদ এফসির মনালো মার্কেজ ৪-২-৩-১ ছকে সাজিয়েছিল, তারা আজকের ম্যাচটি জিততে সফল হয়েছে আকাশ মিশ্র-র জন্যই এবং ৩ পয়েন্ট ঘরে তুলতে সফল হয়েছেন। আজ গোলকিপার কাটটিমানি, ডিফেন্ডার আকাশ মিশ্র, যুয়ানান, আশিষ রাই, মিডফিল্ডে জাও ভিক্টর, সৌভিক চক্রবর্তী, জয়েল চিয়ানেশ, অনিকেত যাদব, নিখিল পূজারী ও আক্রমণে ছিলেন অগবেছে।
আজকের ম্যাচে ওড়িশা এফসির কোচ রামিরেস তার দল টিকে সাজিয়েছিলেন ৪-২-৩-১ ছকে, আক্রমণে ছিলেন এটিকের প্রাক্তন খেলোয়াড় জাভি, মিডফিল্ডে ছিলেন লিরিদন, ইসাক, জেরি, থৈবা সিং ও নিশু কুমার ডিফেন্সে ছিলেন ভিক্টর মঙ্গিল, হেক্টর রোডস, পন্বর ইত্যাদিরা।
প্রথমার্ধ থেকে হায়দ্রাবাদ এফসি উড়িষ্যার ডিফেন্সকে চূর্ণ করে গোলের আক্রমণে গেলেও তারা তাতে সফল হচ্ছিল না, গতকালের ম্যাচে অনিকেত যাদব যথেষ্ট ভাল প্রদর্শন করেছে। তার সাথে সাথে হায়দ্রাবাদ এফসি আক্রমণের মূল অস্ত্র ওগবেচে দূরপাল্লার একটি শর্ট নিয়েছিলেন ১৯ মিনিটে যা ওড়িশার গোলকিপার সেভ করে দিয়েছিল। কিন্তু তারপর ম্যাচ এর বিপরীত গতিতে এসে উড়িষ্যা এফসির খেলোয়াড় জেরি প্রথমার্ধের শেষ লগ্নে ৪৫ মিনিটে একটি টাপ ইনের মাধ্যমে গোল দেন। ততক্ষণে উড়িষ্যা এফসি ১-০ গোলে এগিয়ে যায় হায়দ্রাবাদের থেকে।
দ্বিতীয়ার্ধে থেকে উড়িষ্যা এফসি ভয়ানক রূপ ধারণ করে একের পর এক তারা আক্রমণ করে থাকে হায়দ্রাবাদের ওপর, কিন্তু ঠিক একইভাবে হঠাৎ তাদের ছন্দপতন হয় হায়দ্রাবাদের কাউন্টার অ্যাটাক খেলার জন্য, হায়দ্রাবাদের হয়ে গোল দেন জয়েল চিয়ানেশ, ও সমতায় ফিরে আসে হায়দ্রাবাদ এফসি। ৬৯ মিনিটে আবারো ওড়িশা এফসির মিডফিল্ডের ভুলের জন্য হায়দ্রাবাদের যাও ভিক্টর বল পেয়ে যায় ও ওড়িশার গোলমুখে একটি শট নেন এবং সেই বল টিকে গোলে পরিবর্তিত করে হায়দ্রাবাদ এক গোলে এগিয়ে যায় ও তার কিছুক্ষণ পরেই ৭৪ মিনিটে একটি ডেট বল সিচুয়েশন থেকে নিজেদের তিন নম্বর গোলটি করেন হায়দ্রাবাদের আকাশ মিশ্র। ততক্ষনে কার্যত ওড়িশা এফসি সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়ে পড়ে হায়দ্রাবাদের সামনে। ৮৩ মিনিটে ওড়িশার জনাথাস একটি অসাধারণ গোল দিলেও তা তাদের সান্ত্বনা পুরস্কার রূপেই থেকে যায় ও সবমিলিয়ে ৩-২ গোলে জয়লাভ করে হায়দ্রাবাদ এফসি।