Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিদায় বেলায় শীতের দাপট, তবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের আকাশ থেকে বিদায় নিয়েছে পশ্চিমীঝঞ্ঝা, কেটে গিয়েছে ঘূর্ণাবর্ত। সব মিলিয়ে বাংলার আকাশ এখন রোদ ঝলমলে। পশ্চিমীঝঞ্ঝা কেটে গিয়ে রাজ্যে অবাধে প্রবেশ করছে উত্তরের শীতল শুষ্ক বাতাস, যার জেরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কিছুদিন রাতের তাপামাত্রা আরও খানিকটা নামতে পারে। এই বছর শীতের শুরু থেকেই পশ্চিমীঝঞ্ঝা বারংবার বাঁধা দিয়েছে রাজ্যে শীতল বাতাস প্রবেশে, যার জেরে একটানা শীতের আমেজ অনুভব করতে পারেনি বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী কিছুদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক, ভোরের দিকে বেশ কিছু জেলায় কুয়াশার দেখা মিলবে। তবে আজ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি অর্থাৎ শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল অর্থাৎ ৩০শে জানুয়ারি উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আকাশ পরিষ্কার হলে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও খানিকটা নামতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ছিল যথাক্রমে দার্জিলিং ০.৪ ডিগ্রি, শিলিগুড়ি ৬.৫ ডিগ্রি, কোচবিহার ৫.৬ ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ছিল বর্ধমান ১৫ ডিগ্রি, কলকাতা ১৪ ডিগ্রি, পানাগড় ৯.২ ডিগ্রি এবং শ্রীনিকেতন ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। 

রাজ্যে শীত বিদায় লগ্নে, তবে তার আগে বেশ জোর কামড় বসিয়েছে শীত। রাজ্যের সর্বত্র তাপমাত্রা এক ধাক্কাই নেমে গিয়েছে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী সপ্তাহের শেষে পশ্চিমীঝঞ্ঝার কারণে ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪ থেকে ৬ই ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News