Flash News
Monday, September 22, 2025

এক ভুল দুবার করলেন না নাদাল

banner

journalist Name : Avijit Das

#Pravati Sangbad Digital Desk:

গতবার কোয়ার্টার ফাইনালেই ভুলটা করেছিলেন রাফায়েল নাদাল। গ্রিক তারকা স্তেফানোস সিতসিপাসের বিপক্ষে দুই সেট জেতার পর পরের তিন সেট অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। এবার নেটের অপর প্রান্তে সিতসিপাস ছিলেন না, ছিলেন কানাডার ডেনিস শাপোভালোভ। একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবারও।
প্রথম দুই সেট জেতার পর পরবর্তী দুই সেট হেরে গতবারের স্মৃতি মনে করিয়ে দিচ্ছিলেন নাদাল। সঙ্গে মেলবোর্নের তীব্র গরম আর পাকস্থলীও সমস্যা দিচ্ছিল বেশ। এই দুই কারণে নাদাল যে পুরো ফিট ছিলেন, বলা যাবে না। শেষমেশ গতবারের ভুল থেকে যে শিক্ষা নিয়েছেন, সেটা বোঝালেন এই কিংবদন্তি।
নাদালের পোড় খাওয়া মস্তিষ্ক আর অভিজ্ঞতার কাছে হার মানলেন নতুন দিনের তারকা শাপোভালোভ। শাপোভালোভকে ৪ ঘণ্টা ৮ মিনিটের দীর্ঘ লড়াইয়ে ৬-৩, ৬-৪, ৪-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন নাদাল।

ফেদেরার নেই, জোকোভিচ তো ভিসা–জটিলতায় অস্ট্রেলিয়াই ছেড়েছেন টুর্নামেন্ট শুরুর আগে। ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে নাদালকে জিততে হবে আর মাত্র দুটি ম্যাচ। ফরাসি গায়েল মনফিলস আর ইতালির মাত্তেও বেরেত্তিনির মধ্যে যে জিতবেন, তিনি সেমিতে লড়বেন নাদালের বিপক্ষে ।ফাইনালে উঠলে নাদালের জন্য অপেক্ষা করবেন রাশিয়ার দানিল মেদভেদেভ, গ্রিসের সিতসিপাস, ইতালির ইয়ানিক সিনার কিংবা কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমের মধ্যে যেকোনো একজন।

৬-৩ গেমে প্রথম সেট হারার পর শাপোভালোভ অবশ্য মেজাজ হারিয়েছিলেন। সার্ভ করতে প্রয়োজনের অতিরিক্ত সময় নিচ্ছেন—এই অভিযোগের পর চেয়ার আম্পায়ারদের সরাসরি দুর্নীতিবাজ আখ্যা দেন এই ২২ বছর বয়সী খেলোয়াড়।এই নিয়ে ৩৬ বারের মতো গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠলেন নাদাল। ২০২২ সালে এই নিয়ে সাত ম্যাচ খেলে একটাতেও হারেননি এই স্প্যানিশ তারকা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News