Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বাংলা ছবির দর্শক আবার দেখতে পাবে মেঘনাথ ভট্টাচার্যকে

banner

journalist Name : Aditi Sarker

#Pravati Sangbad Digital Desk:

করোনার অতিমারির সময়ে ভারতীয় সিনেমা বিশেষ করে বাংলা সিনেমার অবস্থা দর্শকমহলে কমবেশি সকলের জানা আছে। বর্তমান করোনা পরিস্থিতির একটু উন্নতি হয়েছে। এই সময়কালে “রয়েজ মিডিয়া অ্যান্ড এন্টারনমেন্ট প্রোডাকশন” প্রযোজিত এবং ফেস নিবেদনে অন্য ধরনের বাংলা ছবি “অগ্নিমন্থন”। এই “অগ্নিমন্থন” নামের মধ্যে লুকিয়ে আছে যথেষ্ট কৌতূহল। অনেক বিশিষ্ট ব্যক্তি মনে করছেন, বর্তমান সময়কালের সাথে এই ছবির চিত্রনাট্য মিলে যেতে পারে।
“অগ্নিমন্থন” ছবিতে দেখা যাবে মেঘনাথ ভট্টাচার্যকে। অনেকদিন পর বাংলা ছবির দর্শক দেখতে পাবেন এই প্রবাদ প্রতিম থিয়েটার অভিনেতাকে। তিনি একাধারে থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করেছেন। তিনি “সায়ক” নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য। এর বাইরে তিনি উৎপল দত্তের সাথে শেকস্পীয়রের নাটকে অভিনয় করেন। ইদানিং তিনি একেবারে হাতগোনা ছবিতে কাজ করেন। প্রবীর রায় পরিচালিত ছবি “অগ্নিমন্থন”এ এবার দেখা যাবে মেঘনাথ ভট্টাচার্যকে।
এই ছবিতে মেঘনাথকে দেখা যাবে দিব্যজ্যোতির চরিত্রে। ছবিতে মেঘনাথ তথা দিব্যজ্যোতি মিডিয়া দুনিয়ার সফল ব্যবসায়ী। অন্তর্মুখী, মিতভাষী, প্রচার বিমুখ ভালো শিল্পীদের তালিকায় আছেন দিব্যজ্যোতি। সময়ের সাথে তাল মেলাতে না পেরে সে নিজের বাড়িতে নিজেই পরবাসী। ৩৪ বছরেরে বাম শাসন পেরিয়ে বর্তমানের রাজনৈতিক পরিবেশকে তিনি মানিয়ে নিতে পারছেন না। তিনি দিশেহারা হয়ে পড়ছেন। ছবিতে দেখা যাবে, তার ছোটো ভাই আদিত্যর নিখোঁজ হয়ে যাওয়ার স্মৃতি তাকে বেদনা দেয়। দিব্যজ্যোতির মনে হয়, পরিবারে সে বাতিলের খাতায়। তিনি স্পষ্টবাদী ও স্পষ্টভাষী, যার কারণে ক্ষতি হতে পারে বাবা-ছেলের সম্পর্কের। কি হবে বাবা-ছেলের সম্পর্কের সেটাই ছবির মুখ্য বিষয়।

গত ১৪ ই সেপ্টেম্বর অসম্ভব বৃষ্টি মাথায় নিয়ে পুরো শুটিং ইউনিট পৌঁছে গিয়েছিল আরণ্যক ইকো রিসোর্টে। করোনার প্রকোপে শুটিং বন্ধ করে দিয়েছিলেন পরিচালক। করোনার প্রকোপ একটু কমতেই ইতিমধ্যে ১১ দিনের শুটিং পর্ব শেষ করেছেন। প্রযোজক সংস্থার আমন্ত্রণে এই প্রতিবেদক হাওড়া জেলার বাগনানে আনটিলা সন্তোষপুরের “আরণ্যক ইকো রিসোর্টে” গিয়েছিলেন। পরিচালক প্রবীর বাবু এই রিসোর্টের মধ্যে রাত্রিবাস এবং আউটডোর শুটিং এর আয়োজন করেছিলেন। এই ছবিতে পুরনো অভিনেতাদের সাথে নতুন কিছু মুখও  দর্শক দেখতে পাবেন। প্রযোজনা সংস্থার আশা সব কিছু ঠিক থাকলে এই বছরে “অগ্নিমন্থন” ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অশোক রায়, চিত্রগ্রহণ করেছেন শান্তনু ব্যানার্জী, শিল্প নির্দেশনা গৌতম বসু, সম্পাদনায় ঋতম ভট্টাচার্য, সংগীত পরিচালনায় বুদ্ধদেব গাঙ্গুলী, রূপসজ্জা বিদিশা বিশ্বাস, নেপথ্য কণ্ঠে তনুশ্রী দেব, বিশ্বজিৎ দাসগুপ্ত ও অমিত গাঙ্গুলি। প্রধান ভূমিকায় অভিনয় করছেন-মেঘনাথ ভট্টাচার্য, মৌমিতা গুপ্ত, অনিন্দ্য সরকার, মৈত্রেয়ী মিত্র, সোনালী ঘোষ, ঋক দে প্রমুখ। এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন সাংবাদিক ও ফটোগ্রাফার গোপাল দেবনাথ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News