#Pravati Sangbad Digital Desk:
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও নেতাজি ট্যাবলো বিতর্ক পিছু ছাড়ল না। জয়তু নেতাজি ট্যাবলো ৭৩তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নজর কাড়ল রেড রোডে। দিল্লির কুচকাওয়াজে বাংলার তৃণমূল সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে নেতাজি ট্যাবলো। 'জয়তু নেতাজি' নামে ওই ট্যাবলো বাতিল করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র বাতিল করলেও নেতাজি ট্যাবলো প্রদর্শিত হবে রেড রোডে বাংলার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে। সেই মতোই নেতাজি ট্যাবলো প্রদর্শিত হল।মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির মূর্তিতে মাল্যদান করেন। রাজ্যপাল জগদ্বীপ ধনখড় জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের সূচনা করেন। তারপরই নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বাংলার ট্যাবলো বাতিলের পর বিতর্ক শুরু হয়েছিল। নেতাজিকে অপমান বাংলাকে অপমান বলেও গর্জে ওঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর নেতাজি বিতর্ক ধামাচাপা দিতে ২৩ জানুয়ারির দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন ইন্ডিয়া গেটে স্থাপিত হবে নেতাজির মূর্তি। তার আগে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তা নিয়েও কম বিতর্ক হয়নি। একইসঙ্গে দুই বিতর্ককে ধামাচাপা দিতে মোদীর মাস্টারস্ট্রোক ছিল নেতাজি মূর্তি স্থাপনের ঘোষণা।
সাধারণতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদ্বীপ ধনখড় এবং প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাধারণতন্ত্র দিবসের সকালেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। দেশের সমস্ত নাগরিকের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা বার্তা পাঠান একটি ছুবি টুইট করে। রাজ্যপাল জগদীপ ধনখড়ও টুইট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সাধারণতন্ত্র দিবসের। তিনি লেখেন, সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমাদের অধিকার এবং কর্তব্য একসাথে চলে জাতিকে সর্বদা এগিয়ে দেওয়া। সকালে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়ে রেডরোডের অনুষ্ঠানে যোগ দেন তিনি। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন।