Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বলিউড শাহেনশাহ বাংলার কোন সুপারস্টারকে সম্মানীয় খেতাব দিলেন

banner

journalist Name : Nabanita Maity

#মুম্বাই:

এসভিএফ এন্টারটেইনমেন্ট এর ছবি ‘কাকাবাবুর  প্রত্যাবর্তন’( দ্য রিটার্ন অফ কাকাবাবু) অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা সৃজিত মুখার্জি পরিচালিত এবং প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি। এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বাংলা অ্যাডভেঞ্চার উপন্যাস, জঙ্গলের মধ্যে এক হোটেলের উপর ভিত্তি করে তৈরি। এই ফিল্মটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে, এবং "মিশর রহস্য" এবং "ইয়েতি অভিজান" এর পর এটি সৃজিতের কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি। এই ছবি নিয়েই ২৫শে জানুয়ারি  সকাল ৯:১৬ নাগাদ বলিউড শাহেনশাহ মিস্টার অমিতাভ বচ্চন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তাঁর নিজের টুইট অ্যাকাউন্টে শুভেচ্ছা জানান। উনি প্রথম টুইট অ্যাকাউন্ট হোল্ডার যিনি নাম্বার দিয়ে যে কোনো কিছু পোস্ট করেন। টি ৪১৭১ নাম্বার টুইটটিতে উনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ নিয়ে শুভ বার্তা পাঠান।

উনি টুইটে বলেন-“ প্রসেনজিৎ চ্যাটার্জি, 'বুম্বা'... সকল শুভ কামনা!! জাতীয়/আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত তার নতুন সিনেমা 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ৪ ঠা ফেব্রুয়ারী '২২'-এ সরস্বতী পূজায় মুক্তি পাচ্ছে”।  এর আগে ২০১৭ সালে  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘ইয়েতি অভিযান’ সিনেমাটি এসেছিল, তখনও বচ্চন স্যার এভাবেই তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। শুধু তাই নয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন ওনার সাক্ষাৎকার হয় তখন অমিতাভ বচ্চনজি প্রসেনজিৎ চ্যাটার্জিকে, 'বাংলার সুপারস্টার,' বলে সম্বোধন করে ফেলেন।  

সবাই যে অমিতাভ বচ্চনের কাছ থেকে সমর্থন পান তা নয়, ভারতের জনপ্রিয় সেলিব্রিটি তাঁকে 'সুপারস্টার' হিসাবে বর্ণনা করেছেন তাই বা কম কীসের। সোমবার সকালে বাঙালী অভিনেতা প্রসেনজিতের সেই সম্মান ছিল - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে সপ্তাহের শুরুটি খুবই সৌভাগ্যজনক ছিল - যখন মিস্টার বচ্চন প্রসেনজিতের নতুন ছবি ইয়েতি অভিজানের ট্রেলারের একটি লিঙ্ক টুইট করেছিলেন। ৭৪ বছর বয়সী অমিতাভ বচ্চন টুইট করেছেন, "প্রসেনজিৎ, বাংলার সুপারস্টার , তাঁর টি-২৫২৩ টুইট নাম্বারটিতে। বিনিময় প্রসেনজিৎ টুইটে পাল্টা উত্তর দেন "অনেক ধন্যবাদ, স্যার। অনেক শ্রদ্ধা,", প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ২০০৩ সালের প্রশংসিত চলচ্চিত্র ‘চোখের বালিতে’ সিনিয়র তারকার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সাথে সহ-অভিনেতা ছিলেন। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও মিস্টার অমিতাভ বচ্চনের ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবং প্রসেনজিৎ নিজেও বাংলা সিনেরমার গৌরব। মিস্টার বচ্চন যখন খেতাব দিয়েই দিয়েছেন তখন আশা করা যায়‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ইতিবাচক আশানুরূপ ফল করবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News