Flash News
Monday, September 22, 2025

দেশ জুড়ে পালিত হল নেতাজী জয়েন্তি, ইন্ডিয়া গেটে নেতাজী মূর্তির হলোগ্রাম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

গতকাল সমারহের সাথে গোটা দেশে পালিত হল নেতাজী র জন্মসার্ধশত বার্ষিকী। নেতাজী র ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নানান অনুষ্ঠানে মেতে উঠেছিল গোটা দেশ। প্রত্যেক বছরের মতো এই বারেও দেশের প্রত্যেক প্রান্তে পাড়ার মোর থেকে শুরু করে ক্লাব অফিস বিদ্যালয় সর্বত্র নেতাজী কে সন্মান জানানো হয়েছে, নেতাজী ঠিক যেন সবার ঘরের ছেলে। দেশের কেন্দ্র শাসিত অঞ্চল থেকে শুরু করে রাজ্যগুলি প্রত্যেকেই নেতাজী র জন্মসার্ধশত বার্ষিকী পালন করেছে। নেতাজী র জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছিলেন এবার থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে ২৩শে জানুয়ারি থেকেই, চলবে ৩০শে জানুয়ারি পর্যন্ত। ২৩শে জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসাবেও ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। তবে ২৬শে জানুয়ারি উপলক্ষে বাংলার নেতাজী বিষয়ক ট্যাবলো বাতিল করেছিলো কেন্দ্র সরকার, যা নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত বেধেছিল, কিন্তু তার পরেই দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজী মূর্তি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো সরিয়ে নিয়ে যাওয়া হয় অমর জাওয়ান অগ্নি শিখা, ৪০০ মিটার দূরে অবস্থিত দিল্লির ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখার সাথে মিলিয়ে দেওয়া হয় অম জাওয়ান জ্যোতির অগ্নি শিখা। সেই স্থানেই গতকাল সন্ধ্যা বেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজী র মূর্তি উদ্বোধন করেন।

তবে ঠিক মূর্তি নয় নেতাজী মূর্তির হলোগ্রাম উদ্বোধন করেন তিনি, কারণ নেতাজী র মূর্তি এখনও তৈরি হয়নি। মূর্তিটি হবে উচ্চতায় ২৬ ফুট, প্রস্থে ৬ ফুট। প্রধানমন্ত্রী নিজেই টুইট করে মূর্তি উদ্বোধনের কথা জানিয়েছিলেন। এদিন উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে নেতাজী স্মরণে একটি পুরস্কারেরও ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। পুরষ্কারের নাম দেওয়া হয়েছে, “সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার”। এদিন নেতাজী মূর্তির হলোগ্রাম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলে, “ ২৩শে জানুয়ারি এক ঐতিহাসিক দিন, নেতাজী কে শতকোটি প্রণাম। এই মূর্তি তার প্রতি গোটা দেশের শ্রদ্ধাঞ্জলি।“ এদিন তিনি ঘোষণা করেন নেতাজী সংক্রান্ত সমস্ত নথি খু শীঘ্র প্রকাশ্যে আনা হবে। 

তবে নেতাজী র গ্রানাইটের মূর্তি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকের মতে গ্রানাইট কালো, মা কালী এবং শ্রী কৃষ্ণের গায়ের রঙ্গ কালো। তাই বিরোধীদের বক্তব্য নেতাজী কে সাম্প্রদায়িকতার মধ্যে জরিয়ে ফেলছে মোদী সরকার। দেশের সাথে এদিন বাংলার মাটিতেও পালিত হয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্ম জয়েন্তি। শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, “ দেশের জন্য নেতাজীর অতুলনীয়। নেতাজী দেশ প্রেম, ঐক্য এবং সাহসিকতার প্রতিক”। এদিন রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাঁখ বাজিয়ে নেতাজীর জন্ম জয়েন্তির অনুষ্ঠানের সুচনা করেন। কেন্দ্রের কাছে ২৩শে জানুয়ারিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করার আর্জিও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News