Flash News
Monday, September 22, 2025

পদ্মের সমাহার, এ বছরের ইতিহাস

banner

journalist Name : NABANITA MAYTI

#Pravati Sangbad Digital:

পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এই ৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে, ভারত সরকার মঙ্গলবার মর্যাদাপূর্ণ পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। পদ্মভূষণ পুরস্কার হল দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। একে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী নামে তিনটি বিভাগে প্রদান করা হয়। এবার ২০২২ সালের জানুয়ারি মাসে পদ্ম তালিকায় নাম উঠেছিল অনেক বিশিষ্ট ব্যক্তিদের। তাতে অবশ্য বাংলার নাম খুবই  কম।
সেটা না হলেও ভারতীয় হিসেবে অনেকেই পদ্মভূষণ পাচ্ছেন এবারে, যেমন সঙ্গীতশিল্পী সোনু নিগম, খেলোয়াড় নিরাজ চোপড়া (ভারতের সোনার ছেলে) এনারা পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েছেন। এ বছর রাষ্ট্রপতি ১২৮টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন। তালিকায় ১০৭টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে। ৭৩তম প্রজাতন্ত্র দিবসের আগে, ভারত সরকার মঙ্গলবার মর্যাদাপূর্ণ পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের ঘোষণা করেছে। ‘পদ্মবিভূষণ’ ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য ভূষিত হয়; উচ্চ মানের বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মভূষণ’ এবং যেকোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মশ্রী’। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার ঘোষণা করা হয়। সাহিত্যের ক্ষেত্রে - রঘুবেন্দ্র তানওয়ার, বাদপলিন যুদ্ধ তালিকায় রয়েছে। বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে প্রহ্লাদ রাই আগরওয়ালা, জগজিৎ সিং দরদি, মুক্তামনি দেবী এবং রিউকো হীরা।

জম্মু কাশ্মীরের গুলাম নাবি আজাদের পদ্ম সম্মান নিয়ে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দেওয়া হয়। সদ্য প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত , উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এবং গীতা প্রেসের সভাপতি রাধেশ্যাম খেমটা অমর পদ্মবিভূষণ পেলেন। এছাড়াও সাইরাস পুনাওয়ালা সিরাম প্রতিষ্ঠানের কর্ণধার, ভারত বায়টেকের কর্ণধার কৃষ্ণ এল্লা পদ্মভূষণ পাচ্ছেন। মাইক্রোসফটের সিইও সত্তো নাদেলা, গুগলের মালিক সিইও সুন্দর পিচাই, টাটা সন্সের চেয়ারম্যান নটরাজান চন্দ্রশেখর, প্রাক্তন সিএজি রাজিব মহর্ষিও পদ্মবিভূষণ পাচ্ছেন। পদ্ম প্রাপকদের মধ্যে উত্তরপ্রদেশের ১৩ জন, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের ৪ জন, মণিপুরের ৩ জন এবং গোয়ার ৩ জন  রয়েছে।

শ্রী ভিক্টর ব্যানার্জি (পশ্চিমবঙ্গ) শিল্পকলার ক্ষেত্রে পদ্মভূষণ, মিসেস গুরমিত বাওয়া (মরণোত্তর) পাঞ্জাব পাবলিক অ্যাফেয়ার্স পদ্মভূষণ দেওয়া হচ্ছে। এছাড়াও সঙ্গীতশিল্পী রাশিদ খান ও সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী পাচ্ছেন। এদিকে বাংলার শিল্পমহলে অনিন্দ  চ্যাটার্জিকে এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও পদ্মভূষণ দিয়ে সম্মান জানানো হচ্ছে। সঙ্গীতশিল্পী প্রভা আত্রেকেও (মহারাষ্ট্র) পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে। আজকের এই প্রজাতন্ত্র দিবসের এই পবিত্র দিনটিকে বাছা হয়েছে সম্মানিত ব্যক্তিদের মনোনীত করতে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News