#Pravati Sangbad Digital Desk:
এক ধাক্কায় বাড়ল ৪ ডিগ্রি তাপমাত্রা। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা সাধারণভাবে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মাঘের শুরুতেই দেখা যাচ্ছে অকাল বর্ষণ। আকাশের মুখভার শনিবার সকাল থেকেই। আবহাওয়া দপ্তর গোটা রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কলকাতায় শুরু হয়েছে জোরালো বৃষ্টি। তুষারপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ের উঁচু এলাকায়। এর পাশাপাশি উত্তরবঙ্গের আরও পাঁচটি জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নদিয়া মুর্শিদাবাদ এবং উপকূলবর্তী জেলায় শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টি। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে রবি এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবারেও কলকাতাসহ উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, রাজ্যে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি দেখা যাবে এবং ফের তাপমাত্রা কমবে।
এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অব্যাহত হল পারদের উঠানামা। উল্লেখ্য, চলতি সপ্তাহের একেবারে শুরুতেই ধীরে ধীরে রাজ্যে শীত জাঁকিয়ে বসেছিল। কিন্তু তাতে গত দু-তিন দিন ধরেই ইঙ্গিত মিলেছে ব্যাঘাত ঘটার। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রথমে অনেকেই শীত চলে যেতে পারে বলে আফসোস করেছিলেন। তবে আগামী সপ্তাহেই আবার ফের তাপমাত্রা হ্রাস পাবে বলে মনে করেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দপ্তর জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরেই। অন্যান্য জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে এবং ভালোভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারেও।
এমনিতেই খামখেয়ালি শীতের অবস্থান। তাই রাজ্যের মধ্যে অল্পবিস্তর বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কার্শিয়াং, কোচবিহার এবং জলপাইগুড়ি শহর উত্তরবঙ্গের আরো বেশ কয়েকটি জেলা। উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার জেরেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং সমস্ত রাজ্যে তার প্রভাব পড়েছে।