#Pravati Sangbad Digital Desk:
নিজেকে সুন্দর দেখাতে কার না ভালো লাগে। পুরুষ হোক বা মহিলা, ত্বকের যত্নে সবাই পারদর্শী। তবে ঘরোয়া উপাদান বা প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের বা চুলের পরিচর্যা করা শ্রেয়। বাজারজাত রাসায়নিক মিশ্রিত ক্রিম ব্যাবহারে তৎক্ষণাৎ পার্থক্য বোঝা গেলেও এটি ত্বকের জন্য একদমই ভালো না। এই সমস্ত রাসায়নিক মিশ্রিত ক্রিম ব্যাবহারে ত্বকের নানা রোগ যেমন - স্কিন ক্যান্সার, এলার্জি, চামড়া কুঁচকে যাওয়া, ও আরও নানান রোগ হয়ে থাকে।
তাই ত্বককে কোমল, উজ্জ্বল, সুন্দর করে তুলতে ঘরোয়া টোটকা ব্যবহার করাই বুদ্ধিমত্তার কাজ।
তবে এখন কর্মবস্ততার সময়ে মানুষের সেই অর্থে সময় কম। তাই কম সময়ে কিভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে নিজেকে সুন্দর করে তুলবেন আসুন জেনে নিন।
কালচে ভাব দূর করতে :
সূর্যের রোদে অনেক সময় ত্বক কালচে হয়ে পড়ে একে সান ট্যান বলে। এছাড়া রাস্তার ধুলো বালির প্রভাবেও ত্বক কালচে হয়ে যায়। সেক্ষেত্রে যেগুলি ব্যবহার করবেন
১. বেসন ও টমেটো = একটি টমেটো 2 ভাগ করে কেটে এক ভাগ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার সম পরিমান বাসন মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখে বা ত্বকের যেকোনো অংশে ব্যাবহার করুন। ১৫-২০ মিনিট পর বা শুকিয়ে গেলে পরিষ্কার জলে ধুয়ে নিন।
2. মুলতানি মাটি, গোলাপ জল, মধু :
২ চামচ মুলতানি মাটি ১ চমচ গোলাপ জল ও মধু একসাথে মিশিয়ে থকথকে পেস্ট বানিয়ে মুখে apply করুন। গোলাপজল ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে।
৩. টমেটো, চিনি : টমেটো 2 টুকরো করে কেটে রস বার করে নিন এবার ওতে চিনি মিশিয়ে apply করুন। চিনি ও টমেটো একসাথে কালচে ভাব দূরীকরণের ভালো ফল দেয়।
৪. যখনই বাইরে থাকে বাড়ি আসবেন টোনার হিসাবে গোলাপ জল ব্যবহার করুন। এতে অনেকটা তফাৎ লক্ষ করা যায়।
৫. টক দই মুখে লাগিয়ে কিছুক্ষন পর ধুয়ে নিন। টক দই এ থাকা এন্টাসিড ট্যান দূর করে।
ব্রণ সমস্যা :
১. আলু কেটে ব্লেন্ড করে নিন। এবার চিপে রস বার করে নিন। তুলোর সাহায্যে ব্রণর উপর লাগিয়ে রাখুন। ব্রণ দূর করতে আলুর অপরিহার্য ভূমিকা আছে।
2. ব্রণর জন্য শসা র পেস্ট বানিয়ে লাগিয়ে রাখুন। উপকারী পাবেন।
৩. কয়েকটা তুলসী পাতা বেটে ব্রণর উপর লাগিয়ে রাখুন। ব্রণ ও ব্রণর দাগ দূর করতে তুলসী পাতা ভালো কাজ করে।
৪. সাদা চন্দন বেটে ব্রণর উপর লাগিয়ে রাখুন। এতে ব্রণ তারাতারি ঠিক হয়ে যায়।
৫. একটি লেবু কেটে রস বার করে নিন। তুলোর সাহায্যে লেবুর রস ব্রণর উপর লাগিয়ে রাখুন। লেবুতে এসিড থাকায় ব্রণ ও দাগ দূর করতে সাহায্য করে ।
ত্বক উজ্জ্বল করতে :
১. যে কোনো ফল যেমন কলা, লাবু, পেঁপে, শসা, পেস্ট করে ব্যবহার করুন.
২. বেসন, মধু ও আলোভেরা জেল একসথে মিশিয়ে ব্যবহার করুন।
৩. নিয়মিত আলোভেরা জেল ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়।
৪. বেসন ও দুধ এর মিশ্রণ ব্যাবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
৫. কাঁচা হলুদ ও নিমপাতা বেটে ত্বকের যে কোনো অংশে ব্যাবহার করুন, শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ত্বকের যে কোনো রেশেষ বা চুলকানি দূর হয়।
এছাড়া সবুজ শাক সবজি খাওয়া,ফল খাওয়া শরীরের জন্য যেমন উপকারী ত্বকের জন্য উপকারী। এতে ত্বক ভিতর থেকে ক্লিন হয়। এছাড়া পর্যাপ্ত পরিমানে জল খাওয়া উচিত। বেশি তেল জাতীয় খাবার না খাওয়া ভালো এতে ত্বক ও চুল ভালো থাকে।এই ছিল আজকের টিপস যা ব্যাবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, ফর্সা, সুন্দরও কোমল।