Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

উপনির্বাচনে চারে চার তৃণমূল

banner

journalist Name : Mukesh Nag

#Kolkata:

চার কেন্দ্রের কোথাও খাতা খুলতে পারলো না বিজেপি । বিজেপির জেতা শান্তিপুর ও দিনহাটা কেন্দ্র দুটিও ছিনিয়ে নিল তৃনমূল । দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে বিপুল ভোটে পরাজিত করলেন তৃনমূলের গতবারের পরাজিত প্রার্থী উদায়ন গুহ| খরদহে জিতলেন তৃনমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। শান্তিপুর থেকে জিতেছেন ব্রজ কিশোর গোস্বামী ।এবং গোসবায় জিতলেন তৃণমূল প্রার্থী সুবত মণ্ডল ।

তৃণমূল নিজের দুটি কেন্দ্র তো ধরে রাখলো, সাথে বিজেপি থেকে দিনহাটা ও শান্তিপুর ব্যাপক ব্যবদানে ছিনিয়ে নিল। বিধানসভার ভোটের পর থেকেই এদিকে বিজেপি থেকে তৃণমূলে আসার হিড়িক। পর পর বিজেপি বিধায়করা তৃণমূলে ফিরছেন। ছ’মাস বাদে গত রবিবার রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করলেন।

চারদিকে তৃণমূলের জয়-জয়কার, দিনহাটা, গোসাবা, খড়দহ ও শান্তিপুর চারটি কেন্দ্র থেকেই জয় হল তৃণমূলের।

দিনহাটায় জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে ১লক্ষ ৬৮হাজার ৮৯ ভোটে হারিয়ে জিতলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

গোসাবায় জয়ী তৃনমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ১লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটে হারালেন বিজেপি প্রার্থী পলাশ রানাকে। তৃতীয় স্থানে আছেন সিপিআইএম প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল।

শান্তিপুরে জয়ী তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী ।

বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসকে পরাজিত করলেন, তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী। শান্তিপুরে বিজেপি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলো না।

খড়দহে জিতলেন শোভনদেব চট্টোপাধ্যায়

বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের সাথে সাথেই সবুজ আবির উৎসবে মাতলেন তৃণমূল সমর্থকরা।

বিজেপি প্রার্থী জয় সাহাকে বিপুল ভোটে হারালেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।  

চারিদিকে সবুজের জয়-জয়কার, চার কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News