Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

দেব-শুভশ্রী এক হতেই রাজ-রুক্মিণীকে নিয়ে ট্রোলিং সোশ্যাল মিডিয়ায় – দেব বললেন ‘নোংরামি’

banner

journalist Name : Priyashree

#Pravati Sangbad Digital:

প্রায় ১০ বছর পর এক সঙ্গে দেখা গেলো দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে  'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। তাঁদের গলায় কখনও ধরা পড়েছিল অভিমান, আবার দেব ফ্লার্টও করেন কখনও। সব শেষে তাঁরা একে-অপরের সঙ্গে নাচ করেন। তাঁদের এই অনুষ্ঠান ঘিরে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। আর কটাক্ষের তীর ধেয়ে আসে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর দিকে। যা মোটেও কাম্য ছিল না। এবার সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খুললেন দেব।       দীর্ঘ ১২ বছর পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ধূমকেতু

রবিবার রানা সরকারের প্রোডাকশন হাউজের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলা বিনোদন জগতের উজ্জ্বল সব মুখেরা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন দেবও। সেইখানেই নায়ক এই প্রসঙ্গে মুখ খুলেছেন।   অনুরাগ বসুর ‘মেট্রো- ইন দিনো'

আম অর্পিতা চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক এই প্রসঙ্গে কথা বলেছেন। দেবের ফ্যান ক্লাব দিল সে দেবিয়ানস থেকে এই সাক্ষাৎকারটি সামনে আনা হয়। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়। ‘এই ঘটনা খুবই দুঃখজনক। এখন কেউ ভালোটাকে ভালো ভাবে দেখতে চায় না। প্রতিটা লাইন নিয়ে কাঁটাছেড়া করে। তবে রাজ আর রুক্মিণী খুব ভালো ভাবে এই দিকটা সামাল দিচ্ছে। আসলে আমাদের পরিবারই কিন্তু আমাদের বড় সাপোর্ট। আমি শুভশ্রীকে শ্রদ্ধা করি। আমি চাই ও ভালো থাকুক। একটা ছবি বা প্রোমোশন এটা বদলে দিতে পারে না। আর আমরা এমন কিছু করিনি যার মূল্য হবে এটা। দর্শক দেব-শুভশ্রীকে যে ভাবে দেখতে চেয়েছিল, সেটাই আমারা রি-ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। একটা ওয়ার্ল্ড তৈরি করছিলাম যাতে নস্টালজিয়ার বিষয়টা ফিরে আসে। তাই যখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, সেটা সত্যি খারাপ লাগছে। আমার গায়ে লাগে না। তবে আমার মনে হয় যে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। কারণ প্রত্যেকের কন্টিবিউশন আছে। যদি আমি রুক্মিণীর কথা বলি ‘ধূমকেতু’র পিছনে ওঁর অনেক অবদান রয়েছে। ও আমার সঙ্গে রিলও বানিয়েছে। আজ যখন আমার সঙ্গে দেখা হল ও আমাকে বলল খুব ভালো ওপেনিং হচ্ছে। আমি তোমার জন্য গর্বিত। অন্যদিকে, রাজের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি, কিন্তু শুভকে দেখে বোঝা যায় যে ও কতটা খুশি। আর পরিবারের সাপোর্ট না পেলে ওই আনন্দটা আসে না।’


আসলে মানুষকে নিয়ে যত বিরূপ মন্তব্য করবে, তত এঁদের ফলোয়ার বাড়বে। কিন্তু এই ফলোয়ার নিয়ে লাভটা কী? আমি জানি নেগেটিভ জিনিসও অনেক দূর পর্যন্ত যায়। তবে পজেটিভ বিষয়ের একটা ভিত্তি আছে, একটা আনন্দ আছে। কম শেয়ার হল, কম লাইক হল কিন্তু তাঁর মধ্যেও একটা আনন্দ আছে যে, আমি কোনও নোংরামি করলাম না। আমরা এত ঝগড়া-ঝামেলা মিটিয়ে ওদিন মঞ্চে ছিলাম, এখনও আছি। তবে আমরা জানি ছবিটা কী। আমাদের নিয়ে অনেকের মধ্যে অনেক নেগেটিভিটি ছিল। তাই আমরা ছবিটা মুক্তির আগে সবার সামনে আসতে চেয়েছিলাম। শুভ অনেক জায়গায় বলেছে যে, দেবের জন্য চার বছর…। তাছাড়া ‘সন্তান’, ‘খাদান’ সবটা নিয়ে একটা নেগেটিভ বিষয় তৈরি হয়েছিল। আমি আর শুভশ্রী ভেবেছিলাম যে সেই নেগেটিভ ইমেজটা মুছে ফেলতে হবে। দেব-শুভশ্রীর মধ্যে যে পজেটিভিটি আছে, আমাদের পরিবারের মধ্যে যে পজেটিভি আছে সেটাকে মানুষের সামনে নিয়ে আসতে হবে। আর এটা তখনই সম্ভব হবে, যখন আমাদের পরিবার আমাদের পাশে থাকবে। আমি রাজ ও রুক্মিণীকে ধন্যবাদ জানাতে চাই, ওঁরা যে ভাবে পুরো বিষয়টা হ্যান্ডেল করেছে।'

Related News