এবার হাইওয়ের উপরে ভেঙ্গে পড়ছে ইটালির বিমান
ভয়ংকর বিমান দুর্ঘটনার সাক্ষী হল ইটালির ব্রেসিয়া। সেখানে আকাশ থেকে গোঁত্তা খেয়ে হাইওয়ের উপর ভেঙে পড়ল একটি এয়ারক্র্যাফট। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার হাড়হিম করা ভিডিও।
ছোট এয়ারক্র্যাফটি ইটালির গ্র্যাগনানো থেকে ট্রেবিয়েন্স যাচ্ছিল। সকালের ৭টি ডিটক্স ওয়াটার রেসিপি
দুর্ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাইওয়ের ঠিক মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ছে বিমানটি। মাটিত ধাক্কা লাগতেই বিস্ফোরণ ঘটে। সেই আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক ও একটি গাড়ি। অন্য একটি গাড়ি কোনও মতে অগ্নিকুণ্ডের কিছুটা আগে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে।