সব মিছিল আজ ধর্মতলামুখী। ইতিমধ্যেই শিয়ালদহ থেকে একটি মিছিল ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছে। মিছিলের কারণে মৌলালির রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণ করে ধাপে ধাপে মিছিল এগোচ্ছে।
পরপর তিনবার ক্ষমতায়। আগামী বছর বিধানসভা নির্বাচন। ছাব্বিশের আগে কি বার্তা দেন দিদি সেদিকেই তাকিয়ে নেতা কর্মীরা।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেপ্তার হন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর একে একে জেলে যেতে হয় অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো শীর্ষস্তরের নেতা-মন্ত্রীদের। যদিও বারবার তৃণমূল দাবি করেছে, গ্রেপ্তারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গ্রেপ্তার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা !!
২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল, আর জি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুন হন তরুণী চিকিৎসক,কসবার আইন কলেজে তরুণীর গণধর্ষণের ঘটনা, একশো দিনের প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগে কেন্দ্রের টাকা আটকে দেওয়ার সহ একাধিক ইস্যুতে ঝোড়ো ব্যাটিংয়ের পর একুশের মঞ্চ থেকে ছাব্বিশের লক্ষ্যে ঠিক কী বার্তা দেন ‘দিদি’, তা শুনতে সব পথই যেন এখন ধর্মতলামুখী। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে ভিড়।