#Pravati Sangbad Digital Desk:
১৪ দিনের পরিকল্পিত মিশন নিয়ে মহাকাশে
পাড়ি দিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আজ, ১০ জুলাই,
ছিল তাঁর ও দলের
পৃথিবীতে ফিরে আসার নির্ধারিত
দিন। কিন্তু সবকিছু পরিকল্পনামাফিক না চলায়, আপাতত
তাঁদের পৃথিবীতে ফেরা স্থগিত করা
হয়েছে। এখনও পর্যন্ত নাসার
তরফে এ নিয়ে কোনও
আনুষ্ঠানিক বিবৃতি না এলেও ইউরোপীয়
স্পেস এজেন্সির তরফে জানানো হয়েছে,
তাঁদের মহাকাশচারী স্লায়োজ় উজ়ানস্কি ফিরবেন ১৪ জুলাইয়ের পর।
এর অর্থ, শুভাংশু শুক্লা ও তাঁর সহযাত্রীরা
আরও কিছুদিন আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন।
রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞায় ৩টি কো-অপারেটিভ ব্যাঙ্ক, বিপাকে হাজার হাজার গ্রাহক
গত ২৫ জুন অ্যাক্সিওম-৪ মিশনের অধীনে
মহাকাশযাত্রা শুরু করেন শুভাংশু
শুক্লা। প্রায় ২৮ ঘণ্টার যাত্রা
শেষে ২৬ জুন পৌঁছন
আন্তর্জাতিক স্পেস স্টেশনে । এই মিশনে
তাঁর সঙ্গী ছিলেন আরও তিনজন মহাকাশচারী।
তাঁদের সম্মিলিতভাবে ৩১টি দেশের হয়ে
মোট ৬০টি ভিন্ন বিষয়ের
ওপর গবেষণার দায়িত্ব দেওয়া হয়। শুভাংশু শুক্লা
কাজ করছেন ইসরো-নাসার যৌথ
তত্ত্বাবধানে মাইক্রো-গ্র্যাভিটি সহ ৭টি বিষয়ের
ওপর। গবেষণার অংশ হিসেবে ইতিমধ্যেই
আন্তর্জাতিক স্পেস স্টেশনের স্টোরেজ ফ্রিজারে মুগ ও মেথির
অঙ্কুর উৎপাদনে সফল হয়েছেন শুভাংশু।
এটি মহাকাশে কৃষিভিত্তিক গবেষণার এক নতুন দিগন্ত
উন্মোচন করেছে বলে মনে করা
হচ্ছে। মহাকাশে তাঁদের মেয়াদ বাড়ানো হলেও ঠিক কতদিন
তাঁরা সেখানে থাকবেন, বা কবে ফিরবেন,
তা এখনও নির্ধারিত হয়নি।
বিশেষজ্ঞদের মতে, মহাকাশে অতিরিক্ত
সময় গবেষণার মান উন্নত করতে
পারে, তবে এতে শারীরিক
ও মানসিক চাপও বাড়ে মহাকাশচারীদের
ওপর। তাই পরবর্তী পরিকল্পনা
নির্ভর করছে তাঁদের স্বাস্থ্য,
গবেষণার অগ্রগতি এবং মহাকাশযান উপলব্ধতার
ওপর। এই মুহূর্তে শুভাংশু শুক্লা ও তাঁর সহযাত্রীরা
মানবজাতির জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করার
কাজে ব্যস্ত। তাঁদের মিশনের সফলতা ভবিষ্যতের চন্দ্র ও মঙ্গল অভিযানের
পথ প্রস্তুত করতে বড় ভূমিকা
নিতে পারে বলে মনে
করছেন বিশেষজ্ঞরা।