Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

সপ্তাহের কর্মব্যস্ত দিনে ফের মেট্রো বিভ্রাট, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad digital Desk:

কলকাতা, ১০ জুলাই: বৃহস্পতিবার সকাল সকাল কর্মব্যস্ত দিনে ফের বিভ্রাট ঘটল মেট্রো রেলে। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে আংশিকভাবে ব্যাহত হয় পরিষেবা। সময়মতো মেট্রো না আসায় বিভিন্ন স্টেশনে ভিড় বাড়তে থাকে, যাত্রীদের মুখে ক্ষোভ জমে ওঠে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা নাগাদ নোয়াপাড়া কার্শেডের থার্ড লাইনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এর ফলে কার্শেডে থাকা একাধিক মেট্রো রেক নির্ধারিত সময়মতো ট্র্যাকে ছাড়া সম্ভব হয়নি। সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নোয়াপাড়া থেকে কোনো রেক ছাড়া যায়নি।

টানা বর্ষণে ভাসছে দক্ষিণবঙ্গ: কলকাতায় জলমগ্ন রাস্তাঘাট, ব্যাহত জনজীবন

 এই পরিস্থিতিতে দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে যে মেট্রোগুলি চলে, তার মধ্যে নির্ধারিত দুটি ট্রেনের মধ্যে একটি মাত্র ট্রেন ছাড়া হয়। ফলে সেই সময় দক্ষিণেশ্বরমুখী যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বিশেষত অফিস টাইমে এই সমস্যা দেখা দেওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েন বহু নিত্যযাত্রী। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় সকাল ৯টার পর। কর্তৃপক্ষ জানায়, সমস্যা চিহ্নিত হওয়ার পর দ্রুত মেরামতির কাজ শুরু হয় এবং পরিষেবা পুনরুদ্ধারে সব রকম চেষ্টা চালানো হয়। নিত্যযাত্রীদের অভিযোগ, এমন পরিস্থিতি প্রায়শই দেখা যাচ্ছে। তাই মেট্রো রেল কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার এবং প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণে নিয়মিত নজর দেওয়ার দাবি জানানো হয়েছে যাত্রীদের পক্ষ থেকে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image