Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

ভদোদরায় গম্ভীরা ব্রিজ বিপর্যয়: টানা বৃষ্টিতে সেতু ভেঙে পড়ল

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk:

ভদোদরায় মহিসাগর নদীর ওপর অবস্থিত গম্ভীরা ব্রিজে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নাগাড়ে চলতে থাকা প্রবল বৃষ্টির মধ্যেই বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকা ভেঙে পড়ে এই ৪৫ বছর পুরনো সেতুর মাঝের অংশ। মুহূর্তেই একের পর এক গাড়ি হুড়মুড়িয়ে নদীর জলে তলিয়ে যায়। এখন পর্যন্ত অন্তত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আরও বহু আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার সময় ব্রিজের উপর দিয়ে দূরপাল্লার ভারী যান চলাচল করছিল। হঠাৎ করে মাঝখান থেকে সেতুটি ভেঙে পড়ে। সেই সময় অন্তত পাঁচটি গাড়ি ,  যার মধ্যে একটি ট্যাঙ্কারও রয়েছে , সেতুর সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। একটি ট্যাঙ্কার এখনও ভাঙা ব্রিজের ধারে ঝুলে রয়েছে এবং যে কোনও সময় সেটি আরও ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ভদোদরা থানার পুলিশ, দমকল বাহিনী স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। শুরু হয় উদ্ধার অভিযান। দমকলের বিশেষ মই ব্যবহার করে নদীতে পড়ে যাওয়া গাড়িগুলির কাছ থেকে উদ্ধার কার্য চালানো হচ্ছে। এখনও পর্যন্ত নদী থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টানা বর্ষণে ভাসছে দক্ষিণবঙ্গ: কলকাতায় জলমগ্ন রাস্তাঘাট, ব্যাহত জনজীবন

প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল হত। এই সেতুর রক্ষণাবেক্ষণ স্ট্রাকচারাল হেলথ’  নিয়ে প্রশাসনের নজরদারি যথাযথ ছিল কিনা, সেই প্রশ্নও উঠছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল সেতুটির গঠন রক্ষণাবেক্ষণের অবস্থা খতিয়ে দেখছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News