Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

কম খরচে কয়েকদিনের জন্য বর্ষার মরসুমে ঘুরে আসতে পারেন রাঁচি

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk:

বর্ষাকালে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি হয়ে ওঠে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য। চারদিকের সবুজ, ঝিরঝিরে বৃষ্টি আর পাহাড়ি নদীর গর্জন যেন এক মনমুগ্ধকর পরিবেশ তৈরি করে। রাঁচি ও তার আশেপাশে অবস্থিত বেশ কয়েকটি জলপ্রপাত এই সময় প্রকৃতির রূপকে আরও রঙিন করে তোলে। এখানে রইল এমনই ৩টি বিখ্যাত জলপ্রপাতের খুঁটিনাটি:


দাসাম জলপ্রপাত, টাটা-রাঁচি হাইওয়ের পাশে, রাঁচি থেকে প্রায় ৪০ কিমি দূরে এই জলপ্রপাত , উঁচু প্রায় ৪৪ মিটার। সুবর্ণরেখা নদীর উপনদী খারসোয়া থেকে তৈরি হওয়া দাসাম জলপ্রপাত তার বিশাল জলধারা ও অপূর্ব সৌন্দর্যের জন্য বিখ্যাত। বর্ষাকালে জলপ্রবাহ বেড়ে যায় এবং পাহাড়ি পাথরের গায়ে জলধারার ধাক্কা এক অপরূপ দৃশ্য তৈরি করে। এখানে পর্যটকদের জন্য ভিউ পয়েন্ট ও পাথুরে ধাপ রয়েছে যেখান থেকে জলপ্রপাতটি খুব সুন্দরভাবে  উপভোগ করা যায়। হান্ড্রু জলপ্রপাত, রাঁচি থেকে  ৪৫ কিমি দূরে প্রায় ৯৮ মিটার উঁচু এই জলপ্রপাত। সুবর্ণরেখা নদী থেকেই তৈরি হান্ড্রু জলপ্রপাত পাহাড় কেটে নেমে আসে। বর্ষাকালে এই জলপ্রপাতের সৌন্দর্য চরমে পৌঁছায়। আশেপাশে ট্রেকিংয়ের সুযোগ, পাথরের ফাঁকে বসে প্রকৃতি উপভোগ করার মতো নিখুঁত এই  জায়গা। জোনহা জলপ্রপাত  রাঁচি থেকে প্রায় ৪০ কিমি দূরে, প্রায় ৪৩ মিটার উঁচু এই জলপ্রপাত। লোকালদের কাছে এটি 'গৌতমধারা' নামেও পরিচিত। এটি একটি হ্যাংগিং ভ্যালি জলপ্রপাত, রাস্তার নিচে নামতে হয় প্রায় ৫০০টি সিঁড়ি দিয়ে। এখানে একটি বৌদ্ধ আশ্রমও রয়েছে। বর্ষাকালে ঘন বৃষ্টিতে চারপাশে সবুজ হয়ে ওঠে আর এই  জলপ্রপাতটি হয়ে ওঠে এক স্বর্গীয় দৃশ্য। বর্ষাকালে রাঁচির জলপ্রপাতগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদই নয়, মানসিক শান্তিও  এনে দেয়। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অন্যান্য পর্যটন
Related News