Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

ব্রাজিলে ভয়াবহ হট এয়ার বেলুন দুর্ঘটনা, মৃত ৮ পর্যটক, আহত ১৩

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

মাঝ আকাশে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন পর্যটক। শনিবার সকালে ব্রাজিলের সান্তা ক্যাটেরিনা শহরে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন, যাঁরা বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।


জানা গেছে, এদিন সকালে ২১ জন পর্যটক একটি হট এয়ার বেলুনে ভ্রমণের জন্য রওনা দেন। উড়ানের কিছু সময় পরই হঠাৎ বেলুনটিতে প্রবল ঝাঁকুনি শুরু হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। মুহূর্তেই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ১৩ জন পর্যটক তড়িঘড়ি বেলুন থেকে লাফিয়ে পড়েন। তবে বেলুন থেকে যাত্রী নামিয়ে দেওয়ায় ওজন কমে গেলে তা আরও উচ্চতায় উঠে যায়, যার ফলে বাকি ৮ জন আর বেরোতে পারেননি। আগুনে ঝলসে তাঁদের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। গুরুতর আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানের মাটিতে আমেরিকার ‘বাঙ্কার ব্লাস্টার’ হামলা: ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দিল GBU-57

এই ভয়াবহ দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। শহরের মেয়র জর্গিনহো মেলো এক বিবৃতিতে বলেন, “অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। ৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৩ জন। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।”প্রসঙ্গত, ব্রাজিলে হট এয়ার বেলুন ভ্রমণ পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। কিন্তু এবারকার দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে এই ধরনের ভ্রমণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আন্তর্জাতিক দুর্ঘটনা
Related News