#Pravati Sangbad Digital Desk:
সোহম চক্রবর্তী যাকে আমারা বাংলা সিনেমা জগতে লিটিল মাস্টার বলেই জানি। উনি একদম ছোট্ট বয়স থেকে অভিনয় করছেন। তাঁর জনপ্রিয় ছবি মঙ্গলদ্বীপ এ রঞ্জিত মল্লিক ও সন্ধ্যা রায় এর ছেলের চরিত্রে দেখা গিয়েছিল, যার একটি সংলাপ তাঁকে জনপ্রিয়তার চুড়ায় পৌঁছে দিয়েছিল। যেখান থেকেই আমারা অভিনেতা সোহমকে চিনি, এছাড়াও তিনি একটার পর একটা জনপ্রিয় ছবি দিয়ে বাঙালীর মন জিতে নিয়েছেন। সাংসদ হবার পর ওনার কিছু সমাজসেবা মূলক কাজও মানুষের নজর কেড়েছে। এছাড়াও কুকুরদের প্রতিও উনি দরদী মনের পরিচয় দিয়েছেন।
যীশু সেনগুপ্ত এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত ২০টি শয্যা বিশিষ্ট একটি নিরাপদ বাড়ি তৈরি করা থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী একটি কোভিড ত্রাণ কেন্দ্র স্থাপন এবং স্বস্তিকা মুখার্জি, নীল ভট্টাচার্য এবং ত্রিনা সাহা রক্তদান করছেন — সেলবের ব্যক্তিগত উদ্যোগে। দুর্দশাগ্রস্ত লোকেদের সাহায্য গত এক বছর ধরে প্রায় নিয়মিত শিরোনাম করেছে।
অভিনেতা-রাজনীতিবিদ সোহম চক্রবর্তীও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য তার কাজ করছেন। সম্প্রতি অভিনেতা এবং তার 'হাসি খুসি ক্লাবের দল যারা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য একটি অনন্য 'ইলিশ এবং চিংরি উৎসব' আয়োজন করেছে। এই অভাবীদের মধ্যে বেশ কিছু সুস্বাদু ইলিশ এবং চিংড়ি খাবার বিতরণ করা হয়েছিল যখন সোহম এবং তার দল আবার দেখিয়েছে সেলিব্রিটিরাও বাস্তব জীবনের নায়ক হতে পারে। অভিনেতা-গায়ক সুপর্ণা কুমার সহ জীবনের বিভিন্ন স্তরের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এই বিশেষ অনুষ্ঠানটিকে একটি দুর্দান্ত করে তুলতে মুগ্ধ হয়েছিলেন।
সোহম বলেন- “যেহেতু আমরা একটি পঙ্গু চিকিৎসা পরিকাঠামো থাকা সত্ত্বেও করোনভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি, অনেকেই অভাবী লোকদের সাহায্য করতে এগিয়ে এসেছেন। অক্সিজেন সিলিন্ডার, খালি হাসপাতালের শয্যা বা কোভিড রোগীদের খাবার সরবরাহের তথ্য সংগ্রহ করা হোক না কেন, সহানুভূতি এবং সহানুভূতির গল্প আমাদের মানবতায় বিশ্বাস করার যথেষ্ট কারণ দিয়েছে। সোশ্যাল মিডিয়া হেল্পলাইন নম্বরে প্লাবিত হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা সাহায্য করতে এগিয়ে এসেছেন”।
শুধু তাই নয় থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিশোরী, চিকিৎসার বন্দোবস্ত করতে পাশে 'দাদা' সোহম। থ্যালাসেমিয়া আক্রান্তের পাশে সোহম চক্রবর্তী। দমদমের বাসিন্দা ১৬ বছর বয়সী সুচিত্রা দাস অনেকদিনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সোহম সুচিত্রা ও তাঁর পরিবারকে আশ্বস্ত করে তাঁর রক্তের ও ওষুধের ব্যবস্থা করার দায়িত্ব নেন। পাশাপাশি সুচিত্রার সঙ্গে দেখাও করেন তিনি ,সুচিত্রার পরিবারও খুব খুশি, সত্যি উনি এক নজির ও উদাহরণ। আশা করি উনি এভাবেই সব দুঃস্থদের পাশে থাকুন সারাজীবন।