মাত্র ৬ লক্ষ টাকায় নিম্ন-মধ্যবিত্ত
পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার
নিউটাউনে সাশ্রয়ী আবাসনের স্বপ্ন বাস্তব করতে আবারও বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের আবাসন উন্নয়ন সংস্থা WBHIDCO–র উদ্যোগে নিজন্ন (EWS) ও সুজন্ন (LIG) প্রকল্পে মোট ১,২২০টি আবাসিক ফ্ল্যাট বণ্টনের জন্য অনলাইন দরখাস্ত আহ্বান করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নেওয়া এই প্রকল্পের লক্ষ্য—নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিজস্ব ঘরের স্বপ্ন পূরণ।
নিউ টাউন-এ (Govt Housing Complex in NewTown) নিজন্ন (Nijanna) এবং সুজন্ন (Sujanna) আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের মাথার উপর নিজস্ব ছাদ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। মাত্র ৬ লক্ষ টাকায় এক কামরার ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯৮ বর্গফুটের এই ফ্ল্যাটগুলি মূলত অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলির জন্যই বরাদ্দ করা হবে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এই ফ্ল্যাটগুলি কার্যত জলের দরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নিষিদ্ধ বহুবিবাহ ! না মানলে ৭ বছরের জেল
নিউটাউনের আকর্ষণ এরিয়া–IIC–তে
অবস্থিত এই প্রকল্পে লটারির মাধ্যমে স্বচ্ছভাবে
বণ্টন করা হবে ফ্ল্যাট। নির্দিষ্ট
আয়সীমা, যুক্তিসঙ্গত দাম এবং সহজ আবেদন প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ
তুঙ্গে।
এই প্রকল্পে নিজন্ন (EWS) শ্রেণিতে ৪৯০টি
এক শয়নকক্ষের ফ্ল্যাট এবং সুজন্ন (LIG) শ্রেণিতে ৭৩০টি
দুই শয়নকক্ষের ফ্ল্যাট বণ্টন
করা হবে।
সুজন্ন (LIG)
কার্পেট এরিয়া: ৬১৭.৬৬ বর্গফুট
মূল্য: ৩২ লক্ষ টাকা
পারিবারিক মাসিক আয়: ২৫,০০১ টাকা থেকে ৬৫,০০০ টাকা
দরখাস্তের সঙ্গে প্রাপ্ত অর্থ: ৩,২০,০০০ টাকা
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন www.wbhidcoltd.com অথবা http://hidcoaffordablehousingproject.in ওয়েবসাইটে।
আবেদন শুরুর তারিখ: ২৪/১২/২০২৫
আবেদন শেষের তারিখ: ৩০/০১/২০২৬
বয়স্ক ও প্রথমবার আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে প্রক্রিয়াটি সহজ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিষিদ্ধ বহুবিবাহ ! না মানলে ৭ বছরের জেল
কোথায় যোগাযোগ করবেন
হেল্পডেস্ক: রবীন্দ্রতীর্থ, ডিজি–১৭, বিশ্ব বাংলা সরণি, অ্যাকশন এরিয়া–I, নিউটাউন, কলকাতা
ফোন: ০৩৩ ২৩২৪ ৬৫০২
সময়: সোম–শুক্র (ছুটির
দিন বাদে), সকাল ১১টা–বিকেল ৫টা
ইমেল: [email protected]
নিউটাউনে নিজন্ন ও সুজন্ন
প্রকল্পে সরকারি ফ্ল্যাট বণ্টন মধ্য ও নিম্নবিত্ত পরিবারের জন্য বড় সুযোগ। স্বচ্ছ লটারি,
নির্দিষ্ট আয়সীমা ও অনলাইন আবেদন—সব মিলিয়ে এই উদ্যোগ শহরে সাশ্রয়ী আবাসনের পথে গুরুত্বপূর্ণ
পদক্ষেপ।
Newtown Flats: মুখ্যমন্ত্রীর বক্তব্য, ''জমির দাম নেওয়া হয়নি। এটা সরকার দিয়েছে। সাবসিডি দেওয়া হয়েছে। বাজারমূল্য থেকে অনেক কম দামে মিলবে ফ্ল্যাট। লটারির মাধ্যমে দেওয়া হবে এই সব ফ্ল্যাট।''
বেআইনি নির্মাণে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না, কড়া নির্দেশ কোর্টের
''আমরা চাই সবার আশ্রয়
থাকুক, নিজের ঘর থাকুক। ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা খরচ হচ্ছে। বড় আবাসন প্রকল্প এটি। ৭
একর জমিতে ১২১০টি ফ্ল্যাট আছে। অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য জি প্লাস ১৪ তলা। সেটা
নিজন্ন। আরেকটা সুজন্ন।''
''জমির দাম নেওয়া হয়নি।
এটা সরকার দিয়েছে। সাবসিডি দেওয়া হয়েছে। বাজারমূল্য থেকে অনেক কম দামে মিলবে ফ্ল্যাট।
লটারির মাধ্যমে দেওয়া হবে এই সব ফ্ল্যাট।''
এই প্রকল্প মূলত নিম্ন
ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী ফ্ল্যাট সরবরাহের উদ্দেশ্যে তৈরি। আবাসনের পাশাপাশি
আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত পরিকাঠামো এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পের
ফলে বহু মানুষ শহরে নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন। আমেরিকা, চিনের পরেই তৃতীয় শক্তি ভারত
প্রশাসনিক মহলের মতে, শহরে
বাড়তে থাকা আবাসন সংকটের মধ্যে এই উদ্যোগ বহু পরিবারকে স্বস্তি দেবে। কোন যোগ্যতায়
কারা এই ফ্ল্যাট পাবেন, কী ভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু
হবে—এই সমস্ত বিষয় নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে গেল মঙ্গলবারই।
জানা গিয়েছে, নিজন্ন প্রকল্পে
আবেদন করতে পারিবারিক মাসিক আয় ২৫ হাজার টাকার কম হতে হবে। চলতি বছরের জুলাই মাসেই
আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ প্রকল্পের উদ্বোধন করেছিলেন
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। হিডকোর উদ্যোগে তৈরি এই আবাসন প্রকল্পগুলি ঘিরে
শুরু থেকেই সাধারণ মানুষের কৌতূহল ছিল। নবান্নের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম
মেনেই ফ্ল্যাট কেনার সুযোগ মিলবে। চশমা ছাড়াই চোখে স্পষ্ট দেখা যাবে
প্রশাসনিক সূত্রে আরও জানা
গিয়েছে, এই আবাসন প্রকল্পগুলিতে সরকার কয়েক কোটি টাকা ভরতুকি দিচ্ছে, যাতে সাধারণ
মানুষের পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব হয়। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হিডকোর ওয়েবসাইটের
মাধ্যমে হবে এবং লটারির মাধ্যমে যোগ্য আবেদনকারীদের বাছাই করা হবে।
এই প্রসঙ্গে কেন্দ্রের
বঞ্চনার অভিযোগও উঠেছে। রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে ১১ লক্ষ প্রান্তিক
মানুষকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও অনুমোদন মিললেও অর্থ ছাড়েনি কেন্দ্র।
তার প্রতিবাদেই রাজ্যের কোষাগার থেকে প্রায় ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির অনুদান দিয়েছে
নবান্ন। সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতেই রাজ্য এই উদ্যোগ নিয়েছে বলে
প্রশাসনিক মহলের দাবি।