Flash News
    No Flash News Today..!!
Friday, November 21, 2025

শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড: বাংলাদেশে বিচারের নামে প্রহসন - তসলিমা নাসরিন

banner

journalist Name : Priyashree khangar

#Pravati Sangbad Digital:

শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বিচারের নামে প্রহসন! তিনি এই রায়কে প্রশ্নবিদ্ধ করেছেন এবং প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস ও তাঁর "জিহাদি শক্তির" বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ না নেওয়ার কারণ জানতে চেয়েছেনl 

“কেউ নাশকতামূলক কাজ করলেল ও বর্তমান সরকার তাদের গুলি করার নির্দেশ দিলে, সরকার নিজেকে অপরাধী বলে না! তাহলে গত জুলাইয়ে নাশকতা ছড়ানোর দায়ে তাদের গুলি করার নির্দেশ দেওয়ার জন্য হাসিনাকে কেন অপরাধী বলা হচ্ছে?”

গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (Bangladesh International Crimes Tribunal)। আর সেখানেই ইউনুস সরকারের দিকে ইঙ্গিত করে তসলিমা নাসরিনের প্রশ্ন, বর্তমানে যাঁরা আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে, তাঁদের কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না? এক্স হ্যান্ডেলে এক পোস্টে তসলিমা নাসরিন এই বিচার প্রক্রিয়ার কড়া সমালোচনা করে লেখেন,“যে কাজের জন্য ইউনুস ও তাঁর জিহাদি বাহিনী হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে- যখন ইউনুস ও সেই একই জিহাদি বাহিনী একই কাজ করে, তখন তারা সেটিকে ন্যায় বলে ঘোষণা করে!”

সোমবার রাতে ‘এক্স’ (X)-এ করা এক পোস্টে ভারতে নির্বাসিত জীবনযাপনকারী লেখিকা তসলিমা নাসরিন সরাসরি ইউনূস প্রশাসনের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া “সন্ত্রাসীদের” বিচারের আওতায় আনা হচ্ছে না।তিনি লেখেন, “যে কাজকে হাসিনার সরকারের অন্যায় বলা হচ্ছে, ইউনূস সরকার এবং তাঁর জিহাদি বাহিনী একই কাজ করেও নিজেদের ‘ন্যায্য’ ঘোষণা করছে।”

তিনি আরও বলেন, “যখন কেউ নাশকতামূলক কাজ করে এবং বর্তমান সরকার তাদের গুলি চালানোর নির্দেশ দেয়, তখন সরকার নিজেকে অপরাধী বলে না। তাহলে গত জুলাইয়ে নাশকতা দমনে গুলির নির্দেশ দেওয়ার জন্য হাসিনাকে কেন অপরাধী বিবেচনা করা হচ্ছে?” তসলিমা এও প্রশ্ন তোলেন যে, বাংলাদেশে ন্যায়বিচারের নামে এই প্রহসন কবে শেষ হবে?

দীর্ঘদিন ধরে নির্বাসিত তসলিমা নাসরিন, যিনি ১৯৯৪ সালে একটি বই লেখার প্রেক্ষিতে ইসলামপন্থীদের হুমকির মুখে দেশ ছাড়তে বাধ্য হন। সাম্প্রতিক কালে তাঁকে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করতেও দেখা গিয়েছে। তিনি বর্তমান প্রশাসনের বিরুদ্ধে “মানবতাবিরোধী অপরাধ” করার অভিযোগ এনেছেন।

লেখিকা ইউনূসের নোবেল শান্তি পুরস্কার (২০০৬) বাতিল করা এবং তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ারও দাবি জানিয়েছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সামরিক অপরাধ আন্তর্জাতিক রাজনৈতিক
Related News