ট্রাম্পের ভিসা নীতিতে সমস্যায় পড়া প্রতিভাবান ভারতীয়দের ডাকছে চিন, ব্রিটেন, জার্মানির পর এ বার কানাডা
ইউরোপ ও যুক্তরাজ্য দ্রুত এগিয়ে এসেছে ভারতীয় দক্ষ কর্মীদের আকর্ষণ করতে। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশ্য আহ্বান জানিয়ে বলেছেন, জার্মানি “বিশ্বস্ত, আধুনিক ও পূর্বানুমেয়” অভিবাসন নীতিমালা অনুসরণ করে। তিনি এই ব্যবস্থাকে তুলনা করেছেন জার্মান গাড়ির সঙ্গে, যা সোজা পথে চলে “কোনও বাঁক বা অনিশ্চয়তা ছাড়াই”—অর্থাৎ মার্কিন নীতির হঠাৎ পরিবর্তনের বিপরীতে। অ্যাকারম্যান আরও উল্লেখ করেন যে, জার্মানিতে ভারতীয় পেশাজীবীরা শীর্ষ আয়ের মধ্যে থাকেন এবং দেশটির অর্থনীতি ও কল্যাণমূলক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
‘‘নতুন নিয়মের জাঁতাকলে অনেকেই যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা পাবেন না। কিন্তু, এঁরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং দক্ষ কর্মী। ফলে আমাদের সামনে থাকছে এঁদের নিয়ে আসার বড় সুযোগ। সেটা অবশ্যই কাজে লাগাতে হবে।’’ দক্ষ বিদেশি কর্মীদের কানাডায় আসার ব্যাপারে তাঁর সরকার প্রস্তাব দিতে চলেছে বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
এইচ-১বি ভিসা না পাওয়া ব্যক্তিদের ঘরে ডেকে আনলে অটোয়া কতটা লাভবান হবে, ইতিমধ্যেই তার ব্যাখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এটা কোনও সংখ্যার বিষয় নয়। আমরা প্রতিভা, নতুন কিছু উদ্ভাবন এবং দেশের আর্থিক ভবিষ্যৎকে ঊজ্জ্বল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। যুক্তরাষ্ট্র যে সোনালি সুযোগ আমাদের সামনে দিয়েছে, সেটাকেই পুঁজি করতে চাই।’’