Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পঞ্চমী - ষষ্ঠীতে কলকাতা-সহ গোটা বাংলাতেই বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির হলুদ সতর্কতা

banner

journalist Name : Priyashree

#Pravati Sangbad Digital:

পঞ্চমী - ষষ্ঠীতে কলকাতা-সহ গোটা বাংলাতেই বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির হলুদ সতর্কতা

ফের দুটি নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। ২৬ সেপ্টেম্বর, চতুর্থীর দিন থেকে নিম্নচাপের জেরে ফের পরিস্থিতি বদলানোর সম্ভাবনা। নিম্নচাপ তৈরি হলে ষষ্ঠী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকে বৃষ্টি বাড়তে পারে।           

বঙ্গোপসাগর লাগোয়া মায়ানমার উপকূলে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এরপর শুক্রবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর শনিবার ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে।           শাস্ত্রীয় ভিত্তিতে পিতৃপক্ষ - দেবীপক্ষের সন্ধিক্ষণ ব্যাখ্যা

পঞ্চমীতে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ষষ্ঠীতে কলকাতা-সহ গোটা বাংলাতেই বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির হলুদ সতর্কতা। 

এরপর ৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে হাজির হবে। সে আবার আসবে সুদূর দক্ষিণ চিন সাগর থেকে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে পুজোর শেষবেলাতেও বৃষ্টি। মাটি হতে পারে নবমও।             নতুন জিএসটি হারে অনেক জিনিসের দাম কমেছে

Related News