Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

আর চশমা লাগবে না, চশমা ছাড়াই চোখের আই ড্রপেই স্পষ্ট দেখা যাবে

banner

journalist Name : Priyashree

#Pravati Sangbad Digital:

আর চশমা লাগবে না, চশমা ছাড়াই চোখের আই ড্রপেই স্পষ্ট দেখা যাবে 

চল্লিশ বা আরও বেশি বয়স যাঁদের, তাঁদের ক্ষেত্রে  সাধারণত কাছের জিনিস দেখার ক্ষেত্রে সমস‌্যা তৈরি হয়। যাকে বলা হয় প্রেসবায়োপিয়া। চোখের পেশির স্থিতিস্থাপকতা কমে যাওয়ায় কোনও কিছু ‘ক্লোজ-আপে’ বা কাছাকাছি দেখতে সমস‌্যা হয়। হ্যাঁ, চশমা পরলে সেই সমস‌্যা কমে, সার্জারি করালেও সমস‌্যার সমাধান হয় বটে। তবে এমনও অনেকে আছেন, যাঁরা চশমা পরতে চান না বা সার্জারির খরচ সামলানো তাঁদের পক্ষে দুরূহ।      বিমান ছিনতাই করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলার স্বামী

চশমা ছাড়া আর গতি নেই–বয়স চল্লিশের কোঠা পেরিয়েছে কি এই সব সমস‌্যায় জেরবার অধিকাংশ মানুষ। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি চমক দেখিয়েছে এখানেও। বিজ্ঞানীরা এমন একটি নতুন আই ড্রপ তৈরি করেছেন, যার ব‌্যবহারে আর লাগছে না চশমা। রিডিং গ্লাস ছাড়াই পড়ে ফেলা যাচ্ছে খুদে খুদে লেখা। স্পষ্ট দেখা যাচ্ছে কাছের জিনিস, এমনকী, দূরের জিনিস দেখতে খুব কিছু সমস‌্যা হচ্ছে না।                               হৃদযন্ত্রের সুস্থতায় যেসব খাবার

বয়সের সঙ্গে প্রেসবায়োপিয়ার (কাছে বস্তু দেখতে সমস্যা) মতো সমস্যা বাড়তে থাকে। কোনো কিছু পড়তে গেলে প্রয়োজন হয় চশমার। কিন্তু বিশেষ ওই আই ড্রপ দিনে দুই থেকে তিনবার দিলে চশমার প্রয়োজন হবে না।                      ত্বক আরও উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে সহজ উপায়

এই নতুন আই ড্রপটি বেশ কাজের হতে পারে। পাইলোকার্পিন এবং ডাইক্লোফেনাক-সমৃদ্ধ এই ড্রপটির প্রয়োগ ইএসসিআরএস-এর সমীক্ষায় ৭৬৬ জনের উপর করা হয়েছিল। দিনে দু’বার ড্রপ দেওয়া হত, সাধারণত ঘুম থেকে ওঠার পর একবার এবং তার ছ’ঘণ্টা পর একবার।

কোপেনহেগেনের ইউরোপিয়ান সোসাইটি অফ ক‌্যাটার‌্যাক্ট অ‌্যান্ড রিফ্র‌্যাক্টিভ সার্জনস (ইএসসিআরএস)-এর তরফে তাদেরই তৈরি এই আই ড্রপটির প্রয়োগ নিয়ে সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষার ফলই জানান দিচ্ছে, ড্রপটি যথেষ্টই কার্যকরী।                   

চশমা বা অস্ত্রোপচারের মতো প্রচলিত সমাধানের রয়েছে অনেক সীমাবদ্ধতা। এগুলোর অসুবিধা আছে; আছে সামাজিক অস্বস্তি, ঝুঁকি বা জটিলতা। প্রেসবায়োপিয়া রোগীদের মধ্যে অনেকেই আছেন চশমা ছাড়া তাদের বিকল্প খুব সীমিত। যারা অস্ত্রোপচার করতে চাচ্ছেন না, তাদের কথাও আমরা ভেবেছি। এসব বিবেচনা করেই সুবিধাজনক ও কার্যকর বিকল্প খুঁজতে থাকি আমরা।’

প্রথম ড্রপ দেওয়ার এক ঘণ্টা পর চশমা ছাড়াই রোগীরা লেখা কতটা ভালোভাবে পড়তে পারছেন, গবেষকরা তার অগ্রগতি মূল্যায়ন করেছিলেন। তারা দুই বছর ধরে এটা পর্যবেক্ষণ করেন। ডা. বেনোজ্জি কংগ্রেসকে বলেন, প্রথম ড্রপ দেওয়ার এক ঘণ্টা পর রোগীদের দৃষ্টি শক্তির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ ড্রপ ব্যবহারের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।  সূত্র: সায়েন্স ডেইলি… 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য আন্তর্জাতিক
Related News