সোমবার কলকাতায় আয়োজিত কম্বাইন্ড কমান্ডার্স’ কনফারেন্সে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন— দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করতে হলে এখনই দ্রুত ও কার্যকর পদক্ষেপ করা জরুরি।
প্রধানমন্ত্রীর কথায়, আজকের দিনে যুদ্ধ শুধু সীমান্তে গুলি চালনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তি, কৌশল এবং উদ্ভাবনের ওপরও নির্ভর করছে। তাই ভারতের সশস্ত্র বাহিনীকে জয়েন্টনেস বা যৌথ কার্যক্ষমতা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে তিনি আত্মনির্ভর ভারত উদ্যোগের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে দেশীয় প্রযুক্তি ও শিল্পকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সারাক্ষণ দুর্বল লাগে ?
সোমবার ফোর্ট উইলিয়ামে তিনদিনব্যাপী সেনা সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। মোট আড়াই ঘণ্টা সেখানে ছিলেন তিনি। বক্তব্য-বৈঠক শেষে দুপুর ২ টো নাগাদ কলকাতা থেকে আকাশপথে বিহারের উদ্দেশে রওনা দেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে।
ভবিষ্যতের যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সেনাদের মধ্যে সমন্বয়, আত্মনির্ভরতা এবং উদ্ভাবনী শক্তিই হবে আমাদের আসল অস্ত্র। ভারতকে এমন এক অবস্থানে পৌঁছাতে হবে, যেখানে যে কোনও পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে। বিমানের চাকা খুলে পড়ল এভাবেই উড়ে গেল মুম্বই
সেনা সম্মেলনে যোগ দিতে রবিবার রাতেই কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজভবনে রাত্রিবাস করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজনাথ সিংও। তিনি রাত কাটান ফোর্ট উইলিয়ামে। "ফিটনেস না বডি শেমিং?
অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে এনে এদিন সেনাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের নিরাপত্তা, জলদস্যু দমন, বিদেশে বিপদে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেনাদের ভূমিকা তুলে ধরেন।
বিজয় দুর্গে মোদির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একদিকে অশান্ত বাংলাদেশ। অন্যদিকে অস্থির চিন সীমান্ত। তার মধ্যে আবার নেপালে পালাবদল। দিনকয়েক আগে বাংলাদেশে বিমানঘাঁটি তৈরি করতে চলেছে চিন বলে একটি খবর ছড়ায়। ঘাঁটিটি নাকি আবার তৈরি হবে চিকেনস নেকের কাছেই। সবমিলিয়ে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিরাট এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। পরিবর্ত পরিস্থিতিতে ‘তিন ফ্রন্টে’ পরিস্থিতি মোকাবিলায় সেনার স্ট্র্যাটেজি কী হবে, কতটা প্রস্তুত বাহিনী, তা এদিন খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। ‘সুপারস্পাই’ অজিত ডোভালের এই বৈঠকে থাকাও ইঙ্গিতবাহী বলেই মনে করছে সমর বিশেষজ্ঞরা। বিমান ছিনতাই করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলার স্বামী